ঋগ্বেদ ০৯।০৪৮

ঋগ্বেদ ০৯।০৪৮
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৪৮
ঋষি ও দেবতা পূর্ববৎ।

১। হে সোম! তুমি প্রকাণ্ড নভোমণ্ডলের একস্থানবাসীদিগের মধ্যবর্তী। তুমি ধনের ধারণকৰ্ত্তা, তুমি মঙ্গলের ধারণকর্তা। আমরা শোভন কর্মেরঅনুষ্ঠানপূর্বক তোমার নিকট ধন যাচ্ঞা করিতেছি।

২। হে সোম! পরাভবকারী শত্রুদিগকে তুমি বিনাশ কর। তুমি প্রশংসার যোগ্য এবং তোমার অশেষবিধ মহৎকাৰ্য্য অবশ্য প্রশংসা করিতে হয়। তুমি আনন্দের বিধাতা এবং শত্ৰুপুরের ধ্বংসকারী।

৩। হে চমৎকার কার্যকারী সোম! এই নিমিত্ত শ্যেনপক্ষী অবলীলাক্রমে তোমাকে স্বর্গলোক হইতে আহরণ করিয়াছিল, কেন না, তুমি ধন বিতরণ করিবার রাজা।

৪। এই সোম বৃষ্টির জল বিতরণ করেন, ইনি স্বর্গবাসী তাবৎ দেবতার পক্ষে সমান, ইনি পুণ্যকর্মের বিঘ্ন নিবারণ কর্তা, সুপর্ণ ইহা জানিয়াই সোম আহরণ করেন(১)।

৫। এই সোম অতি সতর্ক, ইনি মনোবাঞ্ছা পূর্ণ করেন, ইনি কিঞ্চিৎ পরে নিজ বলপ্রয়োগপূর্বক প্রকাণ্ড বীর্য ধারণ করিলেন।

————

(১) বোধহয় পূরাণে গরুড়কর্তৃক যে অমৃত আহরণের বৃত্তান্ত আছে, শ্যেনকর্তৃক সোম আহরণ সম্বন্ধীয় ঋগ্বেদের উপাখ্যানই তাঁহার মূল। ঋগ্বেদে দেবগণের পানীয় অমৃতেরও উল্লেখ নাই, গরুড়েরও উল্লেখ নাই, সে সকল পৌরাণিক কথা কী রূপে উৎপন্ন হইয়াছে, তাহা আমরা এখন বুঝিতে পারিতেছি।