ঋগ্বেদ ০৯।০৪৬
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৪৬
ঋষি ও দেবতা পূর্ববৎ।
১। সোম লতাগুলি পাৰ্বতীয় প্রদেশে বৃদ্ধি প্রাপ্ত হইয়া দেবতাদিগের সমাগমস্থল যজ্ঞস্থানে ক্ষরিত হইতেছেন, তাহারা সুপটু ঘোটকের ন্যায় ক্ষরিত হইতেছেন। [ যাজ্ঞিকেরা তাহাদিগকে প্রস্তুত করিতেছেন]।
২। যেমন পিতার প্রদত্ত অলঙ্কারদ্বারা সুশোভিত হইয়া কোন নববধূ স্বামীর নিকটে যাইয়া থাকে(১), সোমগুলি তদ্রুপ বায়ুর দিকে যাইতেছে।
৩। এই সমস্ত উজ্জ্বল সোমরসগুলি খাদ্যদ্রব্যসহকারে নানাবিধ কার্যের দ্বারা ইন্দ্রের আনন্দ বর্ধন করিতেছে। ইহারা প্রস্তর ফলকদ্বয়ের নিস্পীড়ন দ্বারা উৎপত্তি লাভ করিয়াছে।
৪। হে সুচতুর পুরোহিতগণ! দ্রুতপদে আগমন কর। মন্থনোপযোগী দণ্ডের সহিত শুক্লবর্ণ সোমরস ধারণ কর। এই আমোদবৃদ্ধিকারী পদার্থকে দুগ্ধ সংযোগদ্বারায় সুস্বাদু কর।
৫। হে সোমরস! তোমাকে পানপূর্বক বীৰ্য্যবান্ হইয়া শত্রুর সম্পত্তি জয় করা যায়, বিস্তর অন্ন আহরণ করা যায়, দুর্গম স্থানে তুমি পথ প্রকাশ করিয়াদাও। ঈদৃশ গুণধারী, তুমি আমাদিগের জন্য ক্ষরিত হও।
৬। এই সোমরস ক্ষরিত হইতেছেন। দশ অঙ্গুলিপ্রয়োগপূর্বক ইহাকে শোধন করিতে হইবেক। ইনি মত্ততা আনয়ন করেন, ইনি ইন্দ্রের আনন্দ বৃদ্ধি করেন।
————
(১) বিবাহকালে পিতাকর্তৃক কন্যাকে অলঙ্কার দানের উল্লেখ।