ঋগ্বেদ ০৯।০৪৫
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৪৫
ঋষি ও দেবতা পূর্ববৎ।
১। হে সোমরস! যাহার পথ প্রদর্শন করেন, তাঁহাদিগের প্রতিই তোমার দৃষ্টি। দেবতাদিগের সমাগমের জন্য, ইন্দ্রের পানের জন্য, বিশিষ্ট আমােদর জন্য, তুমি জলকে পবিত্র কর।
২। হে সোমরস! তুমি আমাদিগের দূতস্বরূপ হও। ইন্দ্রের উদ্দেশে তুমি পীত হইয়া থাক। আমরা তোমার সখা। দেবতাদিগের নিকট হইতে আমাদিগের ধন আহরণ করিয়া দাও।
৩। অপিচ তোমার লোহিতমুর্তি আমরা দুগ্ধ সংযোগের দ্বারা সুবাসিত করিতেছি। তাহাতে আমোদ, তাহাতে সুখ। ধন লাভের দ্বার তুমি উদঘাটন করিয়াদাও।
৪। যেমন অশ্ব পথে গমন কালে রথের ধুরাকে উলঙ্ঘন করে, তেমনি সোমরস পবিত্রকে অতিক্রম করিলেন, তিনি দেবগণের মধ্যে গিয়া পড়িলেন।
৫। সোমরস পবিত্রকে অতিক্রমপূর্বক যখন জল মধ্যে ক্রীড়া করিতেছেন, তখন তাহার প্রিয়বন্ধু স্তবকর্তারা এক স্বরে তাহার স্তব করিতে লাগিলেন এবং বাক্য প্রয়োগসহকারে গুণকীর্তন করিতে লাগিলেন।
৬। হে সোমরস! তুমি সেই ধারার আকারে ক্ষরিত হও, যে ধারা পান করিলে বিচক্ষণ স্তবকৰ্ত্তা চমৎকার বীরত্ব লাভ করিয়া থাকেন।