ঋগ্বেদ ০৯।০৪৪
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৪৪
পবমান সোম দেবতা। অযাস্য ঋষি।
১। হে সোমরস! আমাদিগের প্রচুর ধনের জন্য তুমি আসিতেছ। তোমার তরঙ্গ ধারণপূর্বক অযাস্য ঋষি দেবতাদিগের সম্মুখে চলিলেন ।
২। সোমরস যিনি, তিনি কবি, অর্থাৎ কার্যে পটু। বুদ্ধিমান তাহাকে স্তব করিলেন, যজ্ঞের কাৰ্যে নিযুক্ত করিলেন, ইহাতে সোমরসের ধারা অনেক দূর বিস্তার হইল।
৩। এই সোমরস সকলদিক দেখেন। ইনি সতর্ক ও সাবধান, ইনি লতা হইতে নিষ্পীড়িত হইয়া দেবতাদিগের উদ্দেশে আসিতেছেন। ইনি পবিত্রের দিকে যাইতেছেন।
৪। হে সোমরস! হস্তে কুশধারী পুরোহিত তোমার পরিচর্যা করিতেছেন। তুমি আমাদিগের অন্ন কামনা কর, যজ্ঞ সুচারুরূপে সম্পন্ন কর, আমাদিগকে পবিত্র কর।
৫। সেই সোমরসকে পণ্ডিতেরা বায়ুর উদ্দেশে এবং ভগ নামক দেবতার উদ্দেশে প্রেরণ করেন। সেই সোমরস সর্বদাই বর্ধিষ্ণু। তিনি আমাদিগকে দেবতাদিগের নিকট লইয়া চলুন।
৬। হে সোমরস! তুমি এতাদৃশ। তুমি পুণ্য সঞ্চয়ের উপায় স্বরূপ, তুমি সদগতি লাভের সর্বশ্রেষ্ঠ উপায়। তুমি অদ্য আমাদিগের ধন লাভের উপায়করিয়া দাও, তুমি প্রচুর অন্ন, প্রচুর বল উপার্জন করিয়া দাও।