ঋগ্বেদ ০৯।০৪১

ঋগ্বেদ ০৯।০৪১
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৪১
সোম দেবতা। কণ্বগোত্রীয় মেধ্যাতিথি ঋষি।

১। যে সোম সকল জলের ন্যায় শীঘ্র দীপ্তিযুক্ত ও গমনশীল হইয়া কৃষ্ণত্বকদিগকে হনন করিয়া বিচরণ করেন (১), তাহাদিগকে স্তব কর।

২। ব্ৰতরহিত দস্যুকে অভিভব করিয়া আমরা সুন্দর সোমের রাক্ষস-বন্ধন ও রাক্ষস-হনন ইচ্ছায় স্তব করিব।

৩। অভিষবকালে বলবান্ সোমের দীপ্তি সকল অন্তরিক্ষে বিচরণ করে এবং বৃষ্টির ন্যায় তাহার শব্দ শ্রুতিগোচর হয়।

৪। হে সোম! তুমি অভিযুত হইয়া গোযুক্ত, অশ্বযুক্ত এবং বলযুক্ত মহা অন্ন আমাদের অভিমুখে প্রেরণ কর।

৫। হে সৰ্বদর্শী সোম! তুমি ক্ষরিত হও, সূৰ্য্য যেমন রশ্মিদ্বারা দিন সকলকে পূর্ণ করেন, সেইরূপ আপন রসের দ্বারা দ্যাবাপৃথিবীকে পূর্ণ কর।

৬। হে সোম! আমাদের সুখকর ধারাদ্বারা নদী যেরূপ ভূমণ্ডলে গমন করে, সেইরূপ চারিদিকে গমন কর।

————

১) কৃষ্ণবর্ণ অনার্য্যদিগের উল্লেখ।