ঋগ্বেদ ০৯।০৩৮
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৩৮
সোম দেবতা। রহূগণ ঋষি।
১। সেই সোম অভিলাষপ্রদ ও রথস্বরূপ হইয়া যজমানকে সহস্র অন্ন দান করিবার জন্য দশাপৰিত্ৰদ্বারা দ্রোণে গমন করিতেছেন।
২। এই ক্লেদযুক্ত হরিৎবর্ণ সোমকে ত্রিতের অঙ্গুলি সকল ইন্দ্রের পানার্থ প্রস্তর দ্বারা পিষ্ট করিতেছেন।
৩। দশটা হরিৎবর্ণ অঙ্গুলি কৰ্ম্মাভিলাষী হইয়া এই সোমকে মার্জিত করিতেছে। সোম ইহাদের সাহায্যে ইন্দ্রের মদের জন্য শোভিত হইতেছে।
৪। এই সোম মনুষ্য প্রজাগণের মধ্যে শ্যেনপক্ষীয় ন্যায় উপবেশন করিতেছেন, উপপত্নীর নিকট যেরূপ উপপতি গমন করে সেইরূপ গমন করিতেছেন।
৫। এই মদ্যরস সকল পদার্থ দর্শন করিতেছে। তিনি স্বর্গের শিশু, এই সোম দশাপবিত্রে প্রবেশ করিতেছেন।
৬। পানাৰ্থ অভিযুত ও সকলের ধারক, হরিদ্বর্ণ, সোম শব্দ করতঃ প্রিয় স্থানে গমন করিতেছেন।