ঋগ্বেদ ০৯।০৩০
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৩০
সোম দেবতা। অঙ্গিরার পুত্র বিন্দু ঋষি।
১। বলবান এই সোমের ধারা অনায়াসে ক্ষরিত হইতেছে, শোধনকালে ইনি স্বীয় ধ্বনি প্রেরণ করিতেছেন।
২। এই সোম অভিষবকারিগণকর্তৃক প্রেরিত হইয়া শোধনকালে শব্দ করতঃ ইন্দ্র সম্বন্ধীয় শব্দ প্রেরণ করিতেছেন।
৩। হে সোম! তুমি ধারা প্রবাহে ক্ষরিত হও, এবং তদ্বারা মনুষ্যগণের অভিভবকর বীরযুক্ত অনেকের স্পৃহণীয় বল লাভ হউক।
৪। এই সোম শোধনকালে ধারা প্রবাহে দ্রোণকলসে উপস্থিত হইবার জন্য পবিত্ৰকে অতিক্রম করিয়া ক্ষরিত হইতেছে।
৫। হে সোম! জলমধ্যে তুমি সর্বাপেক্ষা মধুর ও হরিদ্বর্ণ। ইন্দ্রের পানাৰ্থ তোমাকে প্রস্তরদ্বারা পেষণ করিতেছে।
৬। হে ঋত্বিকগণ! তোমরা অত্যন্ত মধুর রসবিশিষ্ট, মনোহর মদকর সোমকে আমাদের বলার্থ ঐ ইন্দ্রের পানার্থে অভিষব কর।