ঋগ্বেদ ০৯।০২৮
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ২৮
সোম দেবতা। প্রিয়মেধ ঋষি।
১। এই সোম বেগবান্ পাত্রে স্থাপিত, সৰ্ব্বজ্ঞ এবং সকলের পতি, ইনি মেষলোমে গমন করিতেছেন।
২। এই সোম দেবগণের জন্য অভিযুত হইয়া তাহাদের সমস্ত শরীরে প্রবেশ লাভ করিবার জন্য পবিত্রে ক্ষরিত হইতেছে ।
৩। এই মরণরহিত, বৃত্ৰহা, দেবাভিলাষী সোম আপনার স্থানে শোভা পাইতেছেন।
৪। এই অভিলাষ প্রদ, শব্দকারী, অঙ্গুলিদ্বারা ধৃত সোম দ্রোণকলসাভিমুখে গমন করিতেছেন।
৫। শোধনকালীন সর্বদশী, সর্বজ্ঞ সোম সূর্যকে এবং সমস্ত তেজঃ পদার্থকে শোধিত করিতেছেন।
৬। এই শোধনকালীন সোম বলবান, অহিংসনীয় দেবগণের রক্ষক এবং অমঙ্গলবাদিদিগের বিনাশক। ইনি গমন করিতেছেন।