ঋগ্বেদ ০৯।০২৭
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ২৭
পবমান সোম দেবতা। অঙ্গিরার পুত্র নৃমেধ ঋষি।
১। এই সোম কবি ও চারিদিক হইতে স্তুত, ইনি দশা পবিত্র অতিক্রম করিয়া গমন করিতেছেন, ইনি শোধিত হইয়া শত্রুগণকে বিনাশ করিতেছেন।
২। এই সোম সকলের জেতা, ইনি বলকারী, ইন্দ্র ও বায়ুর উদ্দেশে ইহাকে পবিত্রে সেক করা হইতেছে।
৩। এই সোম মনুষ্যগণকর্তৃক নানা প্রকারে নিহিত হইতেছেন, ইনি দ্যুলোকের মস্তক, অভিযুক্ত মনোহর পাত্রে অবস্থিত হইয়া সকল অবগত আছেন।
৪। এই সোম আমাদের গো, হিরণ্য ইচ্ছা করতঃ দীপ্ত ও মহাশত্রুর জেতা এবং স্বয়ং অহিংসনীয় হইয়া শব্দ করিতেছেন।
৫। এই শোধনকালীন সোম সূৰ্য্যকর্তৃক পবিত্র দ্যুলোকে পরিত্যক্ত হন, সোম অত্যন্ত মদকর।
৬। এই বলবান সোম, অন্তরিক্ষে গমন করিতেছেন, ইনি অভিলাষ প্রদ, পবিত্রকারী এবং দীপ্ত ইন্দ্রের অভিমুখে গমন করিতেছেন।