ঋগ্বেদ ০৯।০২৬
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ২৬
সোম দেবতা। দৃঢ়চ্যুত ঋষির পুত্র ইদ্ধবার্হ ঋষি।
১। পৃথিবীর ক্রোড়দেশে সেই বেগবান্ সোমকে মেধাবিগণ অঙ্গুলিদ্বারা এবং স্তুতিদ্বারা মার্জিত করিতেছেন।
২। স্তুতি সকল সহস্রধারাবিশিষ্ট, দীপ্ত, স্বর্গের ধারক সোমকে স্তুতি করিতেছে।
৩। সকলের ধারক ও বহু কাৰ্য্যকারী, সকলের বিধাতা সেই সোমকে প্রজ্ঞাদ্বারা স্বর্গের প্রতি প্রেরণ করিতেছেন।
৪। সোম পাত্রে অবস্থিত, স্তুতির পতি ও অহিংসনীয়। পরিচৰ্যাকারিগণ বাহুদ্বয়ের ক্রিয়াদ্বারা তাহাকে প্রেরণ করিতেছেন।
৫। অঙ্গুলি সকল সেই হরিৎবর্ণ সোমকে উন্নত প্রদেশে প্রেরণ করিতেছেন, তিনি কমনীয় ও বহুদ্রষ্টা।
৬। হে শোধনকারী সোম! তোমাকে ইন্দ্রের উদ্দেশে প্রেরণ করিতেছে, তুমি স্তুতিদ্বারা বর্ধিত, দীপ্ত ও মদকর।