ঋগ্বেদ ০৯।০২৩
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ২৩
সোম দেবতা। অসিত, অথবা দেবল ঋষি।
১। মধুর মদের ধারায় শীঘ্রগামী সোম সমস্ত স্তোত্রকালে সৃষ্ট হয়েন।
২। কোন পুরাণ অশ্ব নূতন পদ অনুসরণ করে, সূর্যকে দীপ্ত করে(১)।
৩। হে শোধিত সোম! যে হব্য প্রদান করে না, তাহার গৃহ আমাদের জন্য প্রদান কর। আমাদিগকে প্রজাবিশিষ্ট ধন দান কর ।
৪। গমনশীল সোম সকল মদকররস ক্ষরণ করেন এবং মধুস্রাবী কোশও উৎপাদন করেন।
৫। জগতের ধারক সোম ইন্দ্রিয় বর্ধনকর রস ধারণ করতঃ উত্তম বীরযুক্ত ও হিংসা হইতে ত্রাণ প্ৰদ হইয়াছেন।
৬। হে সোম! তুমি যজ্ঞার্হ, তুমি ইন্দ্র ও অন্যান্য দেবগণের জন্য ক্ষরিত হইতেছ এবং আমাদিগকে অন্ন দান করিতে ইচ্ছা করিতেছ ।
৭। মদকর পদার্থসমূহের মধ্যে অত্যন্ত মদকর এই সোমকে পান করিয়া অনভিভবনীয় ইন্দ্র শত্রুগণকে হনন করিয়াছেন এবং এখনও হনন করিতেছেন।
————
(১) সায়ণ বলেন এস্থলে রূপকদ্বারা সোমেরই স্তুতি হইতেছে।