ঋগ্বেদ ০৯।০২২
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ২২
সোম দেবতা। অসিত, অথবা দেবল ঋষি।
১। এই সোম সকল যুদ্ধে প্রেরিত অশ্বের ও রথের ন্যায় সমীপে গমন করেন।
২। এই সোম সকল মহাবায়ুর ন্যায়, মেঘের বৃষ্টির ন্যায়, অগ্নির শিখার ন্যায় সমস্ত ব্যাপ্ত করেন।
৩। এই সোম সকল শুদ্ধ, প্রাজ্ঞ ও দধিযুক্ত হইয়া প্রজ্ঞানবলে আমাদের ব্যাপ্ত করিতেছেন।
৪। এই সোম সকল শোধিত ও মরণ রহিত, ইহারা গমনকালে ও পথে লোকসমূহে ভ্ৰমণ করিতে ক্লান্ত হন না।
৫। এই সোম সকল দ্যাবাপৃথিবীর পৃষ্ঠদেশে বিবিধ প্রকারে বিচরণ করিয়া ব্যাপ্ত হন। আরও এই উত্তম দ্যুলোকে ব্যাপ্ত করেন।
৩। নদী সকল যজ্ঞবিস্তারকারী উৎকৃষ্ট সোমকে ব্যাপ্ত করেন, আরও এই কৰ্ম্ম সোমের দ্বারা উৎকৃষ্ট করিয়া লওয়া হয়।
৭। হে সোম! তুমি পণিগণের নিকট হইতে গোসমূহের হিতকর ধন ধারণ কর, যজ্ঞ যাহাতে বিস্তীর্ণ হয়, সেইরূপে শব্দ কর।