ঋগ্বেদ ০৯।০১৬
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ১৬
সোম দেবতা। অসিত, অথবা দেবল ঋষি।
১। হে সোম। অভিশাপকারিগণ দ্যাবাপৃথিবীর মধ্যে শত্ৰুপরাভবকর মত্ততার জন্য উৎপাদিত হইয়া অশ্বের ন্যায় গমন করিতেছে।
২। আমরা বলের নেতা, জলের আচ্ছাদক, অন্নের সহিত বর্তমান সোমকে কৰ্ম্মের দ্বারা অঙ্গুলিসমূহে মিলিত করিতেছি।
৩। শত্রুগণকর্তৃক অপ্রাপ্ত, অন্তরিক্ষে বর্তমান, অন্যের অনভিভবনীয় সোমকে দশাপবিত্রে নিক্ষেপ কর, ইন্দ্রের পানাৰ্থ শোধিত কর।
৪। স্তুতিদ্বারা পূত পদার্থসমূহের মধ্যে সোম দশাপবিত্রে গমন করিতেছেন ও পরে কর্মবলে দ্রোণকলসে উপবেশন করিতেছেন।
৫। হে ইন্দ্র! নমস্কারযুক্ত স্তোত্রের সহিত সোম সকল বলকর হইয়া মহাসংগ্রামার্থ তোমার নিকট গমন করিতেছেন।
৬। যে লোমযুক্ত বস্ত্রে শোধিত, সমস্ত শোভাযুক্ত গোসমূহ লাভার্থ সোম বীরের ন্যায় বর্তমান রহিয়াছেন।
৭। অন্তরিক্ষ হইতে উর্ধ্বে অবস্থিত জল যেরূপ নিম্নে পতিত হয়, সেইরূপ বলকারক অভিযুত সোমের স্ফীতধারা পবিত্রে পতিত হইতেছে।
৮। হে সোম! তুমি পণ্ডিত স্তোতাকে মনুষ্যগণের মধ্যে রক্ষা কর, তুমি বস্ত্রের দ্বারা শোধিত হইয়া মেষলোমের প্রতি ধাবমান হও।