ঋগ্বেদ ০৯।০১৫
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ১৫
সোম দেবতা। অসিত, অথবা দেবল ঋষি।
১। এই বিক্রান্ত সোম অঙ্গুলিদ্বারা অভিযুত হইয়া কৰ্ম্মবলে শীঘ্রগামী রথের সাহায্যে ইন্দ্রের নির্মিত স্বর্গ স্থানে গমন করিতেছেন।
২। যে বৃহৎ যজ্ঞে দেবগণ বাস করেন, সেই সজ্ঞে সোম বহুল কৰ্ম্ম ইচ্ছা করেন।
৩। এই সোম হবির্ধানে আহিত হইয়া, নীত হইয়া আহ্বনীয়দেশে যখন মধ্যবর্তী শোভাযুক্ত পথে প্রদত্ত হয়েন, তখন অধ্বুর্য্যুগণও নীত হয়।
৪। এই সোম শৃঙ্গ কম্পিত করেন। উহার শৃঙ্গযুথপতি বৃষভের ন্যায় তীক্ষ্ণ, ইনি বলপ্রযুক্ত আমাদের জন্য ধন ধারণ করেন।
৫। এই বেগবান্ শুভ্র লতাবিশিষ্ট সোম স্যন্দমান রসের পতি হইয়া গমন করেন।
৬। এই সোম আচ্ছাদক, পীড়িত রাক্ষসগণকে পর্বতদ্বারা অতিক্রম করতঃ তাহাদিগকে অবগত হইতেছেন।
৭। মনুষ্যগণ এই মার্জনীয় সোমকে দ্রোণকলসে নিষ্পীড়িত করিতেছে, ইনি প্রভূতরস প্রদান করিতেছেন।
৮। দশটী অঙ্গুলি ও সাত জন ঋত্বিক উত্তম অস্ত্রবিশিষ্ট ও মদক সোমকে মার্জিত করিতেছেন।