ঋগ্বেদ ০৯।০১৪
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ১৪
সোম দেবতা। অসিত, অথবা দেবল ঋষি।
১। নদীতরঙ্গে, অধিমিশ্রিত কবি সোম অনেকের স্পৃহণীয় শব্দ উচ্চারণ করিয়া ক্ষরিত হইতেছেন।
২। বন্ধুভূত পঞ্চ জনপদের মনুষ্য কৰ্ম্মাভিলাষে যখন ধারক সোমকে স্তুতি দ্বারা অলঙ্কৃত করে।
৩। তখন সোম গো দুগ্ধে মিশ্রিত হইলে সমস্ত দেবগণ বলবান সোম রসে প্রমত্ত হয়।
৪। সোম দশাপবিত্র বস্ত্রেরদ্বার পরিত্যাগ করিয়া অধোদেশে ধাবিত হন, এই যজ্ঞে সখা ইন্দ্রের সহিত সঙ্গত হন।
৫। যুবা অশ্বিকে যেরূপ মার্জিত করে, সেইরূপ সোম গব্যের সহিত আপন শরীর মিশ্রিত করতঃ পরিচৰ্যাকারীর পৌত্রস্থানীয় অঙ্গুলিসমূহদ্বারা মার্জিত হইতেছেন।
৬। অঙ্গুলিদ্বারা অভিযুত সোম গব্যের সহিত মিশ্রিত হইবার জন্য তদভিমুখে গমন করিতেছেন এবং শব্দ করিতেছেন। আমি উহাকে লাভ করিব।
৭। অঙ্গুলিসকল মার্জনা করতঃ অন্নপতি সোমের সহিত মিলিত হইতেছে, এবং বলবান্ সোমের পৃষ্ঠে আরোহণ করিল।
৮। হে সোম! তুমি স্বর্গীয় ও পার্থিব সমস্ত ধন গ্রহণ করতঃ আমাদিগকে কামনা করিয়া গমন কর।