ঋগ্বেদ ০৯।০১৩
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ১৩
সোম দেবতা। অসিত, অথবা দেবল ঋষি।
১। অপরিমিত, ধারাবিশিষ্ট, পাবক সোম দশাপবিত্র অতিক্রম করিয়া বায়ু ও ইন্দ্রের পানাৰ্থ সংস্কৃত পাত্রে গমন করিতেছে।
২। হে রক্ষাভিলাষিগণ! তোমরা পবমান বিপ্র এবং দেবগণের পানার্থ অভিযুত সোমের উদ্দেশে গমন কর।
৬। বহু বলপ্রদ, স্তূয়মান সোম যজ্ঞসিদ্ধি ও অন্ন লাভের জন্য ক্ষরিত হইতেছে।
৪। হে সোম! আমাদের অন্ন লাভের জন্য দীপ্তিমতী এবং সুবীৰ্য্যসম্পন্না মহতী রসধারা বর্ষণ কর।
৫। সেই অভিযুত সোমদেব আমাদের সহস্র সংখ্যক ধন ও সুবীর্য দান করুন।
৯। সংগ্রামে প্রেরিত অশ্বের ন্যায় প্রেরকগণকর্তৃক প্রেরিত হইয়া শীঘ্রগামী সোম অন্ন লাভের জন্য দশাপবিত্র অতিক্রম করিয়া চলিয়া যাইতেছেন।
৭। ধেনুগণ যেরূপ শব্দ করিয়া গাভীর অভিমুখে গমন করে, সোম সেইরূপ শব্দ করিয়া পাত্রের অভিমুখে গমন করেন। ঋত্বিকগণ হস্তে উহা গ্রহণ করেন।
৮। সোম ইন্দ্রের প্রিয় ও মদকর। হে পবমান সোম! তুমি শব্দ করিয়া সমস্ত শত্রু বিনাশ কর।
৯। হে পবমান, অদাতাগণের হিংসক, সর্বদর্শী সোমগণ! তোমরা যজ্ঞস্থানে উপবেশন কর।