ঋগ্বেদ ০৯।০১১
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ১১
পবমান সোম দেবতা। অসিত, অথবা দেবল ঋষি।
১। হে নেতাগণ! এই ক্ষরণশীল সোম দেবগণকে যাগ করিতে অভিলাষী, ইহার উদ্দেশে গান কর।
২। হে সোম! অথৰ্ব্বা ঋষিগণ তোমার দীপ্তিবিশিষ্ট দেবাভিলাষী রসকে ইন্দ্র দেবের জন্য গোদুগ্ধে সংস্কৃত করিয়াছেন।
৩। হে রাজা! তুমি আমাদের গাভীর জন্য সুখে ক্ষরিত হও, পুত্রাদির জন্য সুখে ক্ষরিত হও, অশ্বের জন্য সুখে ক্ষরিত হও, ওষধিগণের জন্য সুখে ক্ষরিত হও।
৪। তোমরা, বম্রুবর্ণ, স্ববলভূত, অরুণবর্ণ, স্বর্গস্পৃক সোমের উদ্দেশে শীঘ্র গাথা উচ্চারণ কর।
৫। হস্তস্থিত অভিষব প্রস্তরদ্বারা অভিযুত সোম পূত কর, মদকর সোমে গোদুগ্ধ প্রক্ষেপ কর।
৬। নমস্কারের সহিত তাঁহার নিকট গমন কর, দধিমিশ্রিত কর, ইন্দ্রের উদ্দেশে সোম প্রদান কর।
৭। হে সোম! তুমি শত্রুবিনাশক, বিচক্ষণ ও দেবগণের অভিলাষপ্রদ, তুমি আমাদের গাভীর জন্য সুখে ক্ষরিত হও।
৮। হে সোম! তুমি মনোজ্ঞ ও মনের ঈশ্বর, ইন্দ্র পান করিয়া মত্ত হইবেন বলিয়া তুমি পরিষিক্ত হইয়া থাক।
৯। হে ক্লেদবিশিষ্ট পবমান সোম! তুমি ইন্দ্রের সহিত আমাদিগকে সুন্দর বীৰ্যযুক্ত ধন দান কর।