ঋগ্বেদ ০৯।০১০
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ১০
পবমান সোম দেবতা। অসিত, অথবা দেবল ঋষি।
১। রথের এবং অশ্বের ন্যায় শব্দকারী সোম অন্ন ইচ্ছা করতঃ যজমানের ধনের জন্য আগমন করিয়াছেন।
২। সোম রথের ন্যায় যজ্ঞাভিমুখে গমন করেন, ভারবাহী যেরূপ বাহুতে ভার ধারণ করে, সেই রূপ ঋত্বিকগণ বাহুতে তাহাকে ধারণ করেন।
৩। স্তুতিদ্বারা রাজা যেরূপ তুষ্ট হয়েন এবং সপ্ত হোতাদ্বারা যজ্ঞ যেরূপ সংস্কৃত হয়, সেইরূপ গব্যের দ্বারা সোম সংস্কৃত হয়।
৪। অভিযুত সোম মহতী স্তুতিদ্বারা অভিযুত হইয়া মত্ত করিবার জন্য ধারারূপে গমন করেন।
৫। ইন্দ্রের আপানভূত, ঊষার ভাগ্য উৎপাদনকারী সূর সোম শব্দ করিতেছেন।
৬। স্তুতিকারী, পুরাতন, অভীষ্টবর্ষী সোমের আহারকারী মনুষ্যগণ যজ্ঞের দ্বার উদঘাটন করিতেছেন।
৭। সমীচীন সপ্ত বন্ধুসদৃশ একমাত্র সোমের স্থান পূরণকারী সপ্তহোতা যজ্ঞে উপবেশন করেন।
৮। আমি যজ্ঞের নাভিভূত, সোমকে আমাদের নাভিদেশে গ্রহণ করি, চক্ষু সূৰ্য্যে সঙ্গত হয়। আমি কবি সোমের অংশু আপূরিত করিব।
৯। গমনশীল, দীপ্ত ইন্দ্র আপনার প্রিয় পদার্গ হৃদয়ে নিহিত সোমকেও চক্ষে দেখিতে পান।