ঋগ্বেদ ০৯।০০৬
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৬
পবমান সোম দেবতা। কশ্যপগোত্রোৎপন্ন অসিত, অথবা দেবল ঋষি।
১। হে সোম! তুমি অভীষ্টবর্ষী ও দেবাভিলাষী, তুমি আমাদিগকে অভিলাষ করিয়া থাক। তুমি আমাদের রক্ষা কর এবং দশাপবিত্রে মধুধারায় ক্ষরিত হও।
২। হে সোম! যেহেতু তুমি স্বামী, অতএব মদকর সোম বর্ষণ কর, বলবান্ অশ্ব প্রদান কর।
৩। তুমি অভিযুত হইয়া সেই পুরাতন মদকর রস দশাপবিত্রে প্রেরণ কর, বল এবং অন্ন প্রেরণ কর।
৪। জল যেরূপ নিম্নদিকে গমন করে, সেইরূপ দ্রুতগতি, ক্ষরণশীল সোম ইন্দ্রের অনুসরণ করে এবং তাহাকে ব্যাপ্ত করে।
৫। দশ অঙ্গুলিরূপ স্ত্রীগণ দশাপবিত্রকে অতিক্রম করিয়া অরণ্যে ক্রীড়াকারী বলবান্ অশ্বের ন্যায় যে সোমের পরিচর্যা করে।
৬। দেবগণ পান করিয়া মত্ত হইবেন বলিয়া অভিযুক্ত এবং অভীষ্টবর্ষী সেই সোমরসে সংগ্রামার্থে গব্য মিশ্রিত কর।
৭। ইন্দ্রদেবের জন্য অভিযুত সোমদেব ধারারূপে ক্ষরিত হন, যেহেতু ইহার পয়ঃ আপ্যায়িত করে।
৮। যজ্ঞের আত্মা অভিযুত সোম অভিলাষ প্রদান করিয়া বেগে ক্ষরিত হন এবং পুরাতন কবিত্ব রক্ষা করেন।
৯। হে মদকর সোম! তুমি ইন্দ্রাভিলাষী হইয়া তাহার পানার্থে ক্ষরিত হইয়া যজ্ঞশালায় শব্দ উৎপন্ন কর ।