ঋগ্বেদ ০৮।০৯৯
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৯৯
ইন্দ্র দেবতা। নৃমেধ ঋষি।
১। হে বজ্রবান ইন্দ্র! হব্যের দ্বারা ভরণশীল নেতাগণ তোমাকে অদ্য এবং কল্য সোমপান করাইয়াছে; তুমি এই যজ্ঞে স্তোত্রবাহকগণের স্তোত্র শ্রবণ কর এবং গৃহে উপাগত হও।
২। হে সুন্দর হনুবিশিষ্ট, অশ্ববান্, স্তুতিভাক ইন্দ্র! পরিচারকগণ তোমার জন্য সোম অভিযুত করিতেছে, তুমি মত্ত হও। আমরা তোমার নিকট প্রার্থনা করিতেছি,সোম অভিযুত হইলে তোমার অন্ন উপমাযোগ্য এবং প্রশংসনীয় হউক।
৩। সমাশ্রিত রশ্মিসমূহ যেরূপ সূৰ্য্যকে ভজনা করে, সেইরূপ তোমরা ইন্দ্রের সমস্ত ধন ভজনা কর; তিনি বলদ্বারা জাত ও জনিষ্যমাণ ধনসমুহ উৎপাদন করেন, আমরা উহা পৈতৃক ভাগের ন্যায় ধারণ করিব।
৪। পাপশূন্য ব্যক্তির প্রতি যিনি দানশীল ও ধনদাতা, সেই ইন্দ্রের স্তব কর, যেহেতু ইন্দ্রের দান কল্যাণকর। তিনি স্বীয় মনকে দান বিষয়ে প্রেরণ করিয়া এই পৰিচৰ্য্যাকারীর ইচ্ছার বাধা দেন না। ৫। হে ইন্দ্র! তুমি যুদ্ধে সমস্ত যুদ্ধকারিগণকে অভিভূত কর। হে শত্রুগণের বাধক! তুমি অমঙ্গলনাশক, জনয়িতা, সমস্ত শক্তগণের হিংসক এবং বাধকগণের বাধাদানকারী।
৬। হে ইন্দ্র! মাতা যেরূপ শিশুর অনুগমন করে, সেইরূপ মাতৃভূত দ্যাবাপৃথিবী তোমার বল হিংসকের অনুগমন করে। যেহেতু তুমি বৃত্রকে বধ কর, অতএব সমস্ত সংগ্রামকারীগণ তোমার ক্রোধে খিন্ন হয়।
৭। জরারহিত, শত্রুগণের প্রেরক, অপ্রতিহত, বেগশালী, জয়শীল, গমনশীল, রথিশ্রেষ্ঠ, অহিংসিত ও জলবৰ্ধক ইন্দ্রকে তোমরা রক্ষার্থে অগ্রগামী কর ।
৮। শত্রুগণের সংস্কর্তা, স্বয়ং অসংস্কৃত, বলকৃৎ, বহুরক্ষাবিশিষ্ট, শতক্রতু সাধারণ ও ধনাচ্ছাদক ও বসুপ্রেরক ইন্দ্রকে আমরা রক্ষার্থে আহবান করি।