ঋগ্বেদ ০৮।০৯৮
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৯৮
ইন্দ্র দেবতা। অঙ্গিরাগোত্রীয় নৃমেধ ঋষি।
১। মেধাবী, মহান, কর্মকর্তা, বিদ্বান্, স্তুতি-অভিলাষী ইন্দ্রের উদ্দেশে বৃহৎ স্তোত্র গান কর।
২। হে ইন্দ্র! তুমি অভিভবিতা হও, তুমি সূর্যকে প্রদীপ্ত করিয়াছ। তুমি বিশ্বকৰ্মা, বিশ্বদেবস্বরূপ এবং মহান।
৩। হে ইন্দ্র! তুমি জ্যোতি দ্বারা দ্যুলোকের প্রকাশক, স্বর্গকে প্রকাশিত করতঃ গমন করিয়াছিলে; দেবগণ তোমার সখ্য লাভের জন্য যত্ন করিয়াছিলেন।
৪। হে ইন্দ্র! তুমি প্রিয় এবং মহৎ ব্যক্তিদিগের জয়কারী; তোমাকে কেহ গোপন করিতে পারে না; তুমি পৰ্বতের ন্যায় সর্বতঃ বিস্তৃত এবং স্বর্গের পতি; তুমি আমাদের নিকট আগমন কর।
৫। হে সত্যস্বরূপ, সোমপা ইন্দ্র! যেহেতু তুমি দ্যাবাপৃথিবী উভয়কেই অভিভূত করিয়াছ, অতএব তুমি সোমাভিষবকারীর বর্ধক হও এবং স্বর্গের পতি হও।
৬। হে ইন্দ্র! তুমি বহুপুরী ভেদ করিয়া থাক; তুমি দস্যুহন্তা, মনুষ্যের বর্ধক এবং দ্যুলোকের পতি।
৭। হে স্তুতিভাক ইন্দ্র! জলে গমনকারী ব্যক্তিগণ যেরূপ জল বিসৃষ্ট করে, সেইরূপ আমরা সম্প্রতি তোমার উদ্দেশে মহৎ কমনীয় স্তোম প্রেরণ করিতেছি।
৮। হে বজ্ৰবান, শূর ইন্দ্র! নদীগণ যেরূপ উদকস্থান বর্ধিত করে, সেই রূপ আমরা স্তোত্রদ্বারা প্রবৃদ্ধ তোমাকে প্রতি দিবস বর্ধিত করি।
৯। গমনশীল ইন্দ্রের প্রশস্ত যুগবিশিষ্ট মহৎরথে তাহার বাহনভূত এবং বাঙ্মাত্রে যোজিত অশ্বদ্বয়কে স্তোতাগণ স্তোত্রের দ্বারা যোজিত করেন।
১। হে শতক্রতু, বিচক্ষণ, বীৰ্য্যোপেত এবং সেনাগণের অভিভবকর ইন্দ্র! তুমি আমাদিগকে বল এবং ধন দান কর।
১১। হে নিবাসপ্রদ, শতক্রতু! তুমি আমাদের পিতা এবং মাতা হও, অনন্তর আমরা তোমার সুখ যাচ্ঞা করিব।
১২। হে বলবান, বহুকর্তৃক আহূত শতক্রতু! তুমি বলাভিলাষী, আমি তোমার স্তুতি করিতেছি; তুমি আমাদিগকে সুন্দর বীর্য্যোপেত ধন দান কর।