ঋগ্বেদ ০৮।০৯৪
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৯৪
মরুৎগণ দেবতা। বিন্দু অথবা পূতদক্ষ ঋষি।
১। মঘবান্, মরুৎগণের মাতা গো সোম পান করাইতেছেন, তিনি অন্নাভিলাষিণী, মরুৎগণের রথ সংযোজনকারিণী এবং সর্বত্র পূজ্যা।
২। সমস্ত দেবগণ ইহার ক্রোড়ে বর্তমান হইয়া আপন আপন ব্রত ধারণ করেন, সূৰ্য্য এবং চন্দ্রমা সৰ্ব্বলোক প্রকাশনার্থ ইহার সমীপে বর্তমান।
৩। সর্বত্রগামী আমাদের স্তোতাগণ সর্বদা সোম পানার্থ মরুৎগণকে স্তব করিতেছে।
৪। এই সোম অভিযুত হইয়াছে, স্বভাবতঃ দীপ্ত মরুৎগণ এবং অশ্বিদ্বয় ইহার অংশ পান করুন।
৫। মিত্ৰ, অর্য্যমা ও বরুণ, দশাপৰিত্ৰদ্বারা শোধিত স্থানত্ৰয়ে অবস্থাপিত, স্তুত্যজনবিশিষ্ট সোমপান করিতেছেন।
৬। ইন্দ্র প্রাতঃকালে হোতার ন্যায় অভিযুত এবং গব্যযুক্ত সোম সেবার প্রশংসা করিতেছেন।
৭। প্রাজ্ঞ মরুৎগণ জলের ন্যায় তির্যকগতিবিশিষ্ট হইয়া কবে দীপ্ত হইবেন? শত্রুশোষক মরুৎগণ কবে শুদ্ধ বল হইয়া আগমন করিবেন?
৮। হে মরুৎগণ! তোমরা মহৎ, তোমাদের তেজঃ স্বতঃই ধৰ্ষণীয়। তোমরা দ্যুতিমান, কবে তোমাদের রক্ষা লাভ করিব?
৯। যে মরুৎগণ সমস্ত পার্থিব পদার্থকে এবং সমস্ত জোতিকে প্রথিত করিয়াছেন, সোমপানাৰ্থ তাহাদিগকে আহবান করিতেছি।
১০। হে মরুৎগণ! তোমাদিগের বল পবিত্র, তোমরা অতিশয় দ্যুতিমান; এই সোম পানাৰ্থ তোমাদিগকে সত্বর আহ্বান করিতেছি।
১১। যাহার দ্যাবাপৃথিবীকে স্তম্ভিত করিয়াছেন, এই সোমের পানার্থ তাহাদিগকে আহ্বান করিতেছি।
১২। সর্বতঃ বিস্তৃত, পৰ্বতে স্থিত, জলবর্ষী মরুৎগণকে এই সোম পানার্থ আহ্বান করিতেছি।