ঋগ্বেদ ০৮।০৮৮
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৮৮
ইন্দ্র দেবতা। গৌতম নোধা ঋষি।
১। গোষ্ঠে ধেনুগণ দিবসে যেরূপ বৎসকে আহ্বান করে, সেইরূপ দর্শনীয়, শত্রুনাশক, দুঃখ দূর কর। সোমরস পানে প্রমত্ত ইন্দ্রকে স্তুতিদ্বারা আমরা আহ্বান করিতেছি।
২। ইন্দ্র দীপ্তির নিবাসস্থানস্বরূপ, স্বর্গে নিবাসকারী, উত্তম দানযুক্ত, পর্বতের ন্যায় বলের বারা আবৃত ও বহুলোকের ভোজয়িতব্য, ইন্দ্রের নিকট শব্দবান শত ও সহস্ৰসংখ্যক ধনযুক্ত, গোযুক্ত অন্ন যাচ্ঞা করি।
৩। হে ইন্দ্র! বৃহৎ ও দৃঢ় পর্বত সকলও তোমাকে নিবারণ করিতে পারে না, মাদৃশ স্তোতাকে যে ধন দিতে ইচ্ছা কর, কেহই তাহা হিংসা করি পারে না।
৪। হে ইন্দ্র! কর্ম ও বলদ্বারা তুমি শত্ৰুদিগের বিনাশক; তুমি আপনার কর্ম এবং বলের দ্বারা সমস্ত জাত বস্তুকে অভিভব কর। অর্চনামন্ত্র রক্ষার্থ তোমায় আবর্তিত করিতেছে, গোতমগণ তোমাকে আবিভূত করিয়াছেন।
৫। হে ইন্দ্র! দ্যুলোকের পর্যন্ত প্রদেশ হইতেই তুমি সকলের প্রধান। পার্থিব লোক তোমায় ব্যস্ত করিতে পারে না, তুমি আমাদের অন্ন বহন করিতে ইচ্ছা কর।
৬। হে মঘবান্ ইন্দ্র! তুমি যে ধন হব্যদায়ীকে প্রদান কর, তাহার কেহ নিরোধক নাই। তুমি ধনপ্রেরক ও অত্যন্ত দানশীল হইয়া আমাদের উচথ্যের ধন লাভার্থে স্তোত্র অবগত হও।