ঋগ্বেদ ০৮।০৮৭
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৮৭
অশ্বিদ্বয় দেবতা। বসিষ্ঠের পুত্র দ্যুম্নীক, অথবা অঙ্গিরার পুত্র প্রিয়মেধা ঋষি, অথবা কৃষ্ণই ঋষি।
১। হে অশ্বিদ্বয়! দ্যুম্নীক তোমার স্তোতা, বর্ষাকালে কূপের ন্যায় তোমরা আগমন কর। হে নেতাদ্বয়! এই স্তোতা দ্যুতিমান্ যজ্ঞে অভিযুত মদকর সোমের প্রিয়তম। অতএব গৌরমৃগ যেরূপ তড়াগাদির জল পান করে, সেই রূপ অভিযুত সোম পান কর।
২। হে অশ্বিদ্বয়! রসবান, রক্ষণশীল সোম পান কর। হে নেতাদ্বয়! যজ্ঞে উপবেশন কর। মনুষ্যের গৃহে প্রমত্ত হইয়া তোমরা হব্যের সহিত সোম পান কর।
৩। হে অশ্বিদ্বয়! প্রিয়মেধা যজমান সমস্ত রক্ষার সহিত তোমাদিগকে আহ্বান করিতেছেন। যে বর্হি আস্তৃত করিয়াছে, সেই যজমানের সর্বদেব সেবিত হবির উদ্দেশেতোমরা প্রাতঃকলে গৃহে আগমন কর।
৪। হে অশ্বিদ্বয়! রসবান সোম তোমরা পান কর, পরে সুন্দর বর্হিতে উপবেশন কর; পরে প্রবৃদ্ধ হইয়া গৌরমৃগদ্বয় যেরূপ তড়াগাদিতে গমন করে, সেইরূপ স্বর্গ হইতে আমাদের স্তুতি অভিমুখে আগমন কর। ।
৫। হে অশ্বিদ্বয়! তোমরা স্নিগ্ধ রূপবান্ অশ্বের সহিত ইদানীং আগমন কর। হে দর্শনীয় সুবর্ণময় রথযুক্ত, জলের পালক, যজ্ঞের বর্ধক অশ্বিদ্বয়! সোম পান কর।
৬। হে অশ্বিদ্বয়! আমরা স্তোতা ও বিপ্র, আমরা অন্ন লাভাৰ্থ তোমাদিগকে আহবান করিতেছি। তোমরা সুন্দর গমনশীল ও বহুকৰ্ম্মা। আমাদের স্তুতিদ্বারা আহূত হইয়া শীঘ্র আগমন কর।