ঋগ্বেদ ০৮।০৮৫
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৮৫
অশ্বিদ্বয় দেবতা। আঙ্গিরস কৃষ্ণ ঋষি।
১। হে নাসত্য অশ্বিদ্বয়! তোমরা উভয়ে আমার আহ্বান শ্রবণ করিয়া মদকর সোম পানাৰ্থ আমাদের যজ্ঞের প্রতি আগমন কর।
২। হে অশ্বিদ্বয়! মদকর সোম পানার্থ আমাদের স্তোত্র শ্রবণ কর। আমাদের আহ্বান শ্রবণ কর।
৩। হে অনুযুক্ত, ধনবান্ অশ্বিদ্বয়! মদকর সোম পানাৰ্থ এই কৃষ্ণ ঋষি তোমাকে আহ্বান করিতেছে।
৪। হে নেতাদ্বয়! স্তোত্ৰশীল, স্তুতিকারী কৃষ্ণের আহ্বান মদকর সোম পানার্থ শ্রবণ কর।
৫। হে নেতাদ্বয়! মদকর সোম পানাৰ্থ বিপ্র স্তুতিকারী কৃষ্ণকে অহিংসনীয় গৃহ প্রদান কর।
৬। হে অশ্বিদ্বয়! এই প্রকারে স্তুতিকারী হব্যদাতার গৃহের উদ্দেশে মদকর সোম পানাৰ্থ আগমন কর।
৭। হে বর্ষণশীল, ধনযুক্ত অশ্বিদ্বয়! মদকর সোম পানাৰ্থ দৃঢ়াঙ্গ রথে রাসভ যোজিত কর।
৮। হে অশ্বিদ্বয়! তিনটি বন্ধুরবিশিষ্ট ত্রিকোণ রথে মদকর সোম পানার্থ আগমন কর।
৯। হে নাসত্য অশ্বিদ্বয়! মদকর সোম পানাৰ্থ আমার স্তুতি বাক্যের প্রতি তোমরা শীঘ্র আগমন কর।