ঋগ্বেদ ০৮।০৭৮

ঋগ্বেদ ০৮।০৭৮
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৭৮
ইন্দ্র দেবতা। কুরুসুতি ঋষি।

১। হে শূর ইন্দ্র! পুরোডাস নামক অন্ন আহার করত শত এবং সহস্র গাভী দান কর ।

২। হে ইন্দ্র! তুমি আমাদের গো এবং অশ্ব প্রদান কর, মনোহর হিরন্ময় অলঙ্কার যুগপৎ প্রদান কর।

৩। হে শত্রু পরাজয়কারী, বাসপ্রদ ইন্দ্র! তোমারই কথা শুনা যায় তুমি আমাদিগকে বহুসংখ্যক কর্ণাভরণ প্রদান কর।

৪। হে শূর ইন্দ্র! তোমা ভিন্ন অন্য বর্ধনকারী কেহ নাই, তোমা অপেক্ষা উত্তম ভাগকারী অথবা উত্তম দাতা নাই, ঋত্বিকগণের নেতাও নাই।

৫। ইন্দ্র কাহাকেও অবজ্ঞা করেন না, তিনি পরিভূত হন না, তিনি সমস্ত জগৎ দর্শন করেন এবং শ্রবণ করেন।

৬। ইন্দ্র মনুষ্যদের অহিংসিত, তিনি ক্রোধকে মনে স্থান দেন না, নিন্দার পূৰ্বেই স্থান নাই।

৭। ত্বরান্বিত, বৃত্রঘাতী, সোমপায়ী ইন্দ্রের উদর পরিচৰ্যাকারীর কৰ্ম্ম দ্বারাই পূর্ণ আছে।

৮। হে ইন্দ্র! সমস্ত ধন তোমাতে সঙ্গত হইয়াছে, হে সোমপায়ী! সমস্ত সৌভাগ্য সঙ্গত হইয়াছে, সুদান সর্বদাই কুটিলতারহিত।

৯। আমার মন যবাভিলাষী, গবাভিলাষী, হিরণ্যাভিলাষী ও অশ্বাভিলাষী হইয়া তোমারই নিকট গমন করিতেছে।

১০। হে ইন্দ্র! আমি তোমার আশাতেই হস্তে দাত্ৰ(১) ধারণ করিতেছি, হে মঘবন্! পূৰ্ব্বছিন্ন, অথবা পূৰ্ব্ব সংগৃহীত যবের মুষ্টি পূর্ণ কর।

————–

(১) মূলে “দাত্র” আছে। শস্য কাটিবার কাস্তে।