ঋগ্বেদ ০৮।০৭৪

ঋগ্বেদ ০৮।০৭৪
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৭৪
শেষ তিনটী ঋকের শুতর্বা নামক রাজার দানস্তুতি দেবতা; অপরগুলির অগ্নি দেবতা। গোপবন ঋষি।

১। তোমরা অন্নাভিলাষী, সমস্ত প্রজাগণের অতিথি ও অনেকের প্রিয় অগ্নির স্তুতি সম্পাদন কর, আমি তোমাদের সুখের জন্য স্তোত্রের দ্বারা গূঢ়বাক্য উচ্চারণ করি।

২। যাহার উদ্দেশে ঘৃত হোম করা হয় এবং লোকে যাহার উদ্দেশে হব্য দান করতঃ স্তুতিদ্বারা প্রশংসা করে।

৩। যিনি স্তোতার প্রশংসা করেন, যিনি জাতবেদা এবং যিনি যজ্ঞে প্রদত্ত হব্যসমূহ দ্যুলোকে প্রেরণ করেন।

৪। যাহার শিখাসমূহে ঋক্ষপুত্র মহান্ শুতৰ্বা বর্ধিত হইয়াছেন, সেই বৃত্রহন্তা জ্যেষ্ঠ এবং মনুষ্যগণের হিতকর অগ্নির নিকট আমি উপস্থিত হইয়াছি।

৫। তিনি মরণরহিত, জাতবেদা ও স্তুতিযোগ্য, তিনি তমঃ দূর করেন, তাহার উদ্দেশে ঘৃত হোম করা হয়।

৬। বাধাবিশিষ্ট এই সকল লোকে যজ্ঞ করতঃ ও সংযত করতঃ হব্যের দ্বারা তাহার স্তুতি করে।

৭। হে হৃষ্ট সুজাত, সুক্রতু, অমূঢ় এবং দর্শনীয় অগ্নি! আমরা তোমার এই নূতন স্তুতি করিলাম ।

৮। হে অগ্নি! উহা অত্যন্ত সুখকর, প্রভূত অন্নবিশিষ্ট ও তোমার প্রিয় হউক। তুমি উহা দ্বারা উত্তমরূপে স্তুত হইয়া বৃদ্ধি প্রাপ্ত হও।

৯। উহা প্রচুর অন্নবিশিষ্ট, উহা সংগ্রামে অন্নের উপরি প্রভূত অন্ন ধারণ করুক।

১০। যিনি বলপূর্বক শত্রুর অন্ন ও প্রসংশনীয় ধন হিংসা করেন, সেই দীপ্ত এবং রথপূরক অগ্নিকে মনুষ্যগণ গমনশীল অশ্বের ন্যায় ও সৎপতি ইন্দ্রের ন্যায় পরিচর্যা করুন।

১১। হে অগ্নি! গোপবন স্তুতি করাতে, তুমি অন্ন প্রদান করিয়াছ; তুমি সর্বত্র গমনশীল ও পারক, তুমি তাহার আহ্বান শ্রবণ কর।

১২। লোক বাধাযুক্ত হইয়াও অন্ন লাভের জন্য তোমার স্তুতি করে, তুমি সংগ্রামে প্রবুদ্ধ হও।

১৩। আমি আহুত হইয়া শত্রুগণের গর্ব খর্বকারী, ঋক্ষপুত্র শুতর্বা রাজার প্রদত্ত লোমযুক্ত অশ্ব চতুষ্টয়ের উন্নত লোমবিশিষ্ট মস্তক হস্তদ্বারা মার্জনা করিব।

১৪। অত্যন্ত অন্নবিশিষ্ট শুতর্বা রাজার চারটি অশ্ব দ্রুতগামী ও উত্তম রথযুক্ত হইয়া পক্ষী সকল যেরূপ তুগ্রকে বহন করিয়াছিল, সেইরূপ অন্ন বহন করিতেছ।

১৫। হে মহানদী পরুষ্ণী(১)! তোমাকে সত্যই বলিতেছি, হে জল! এই সর্বাপেক্ষা অধিক বলবান শুতর্বা হইতে অধিক অশ্ব আর কোন মনুষ্য দান করিতে পারেন না।


(১) আধুনিক রাবীনদী। ১০।৭৫।৫ ঋকের টীকা দেখ।