ঋগ্বেদ ০৮।০৭২
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৭২
অগ্নি দেবতা। প্রগাথের পুত্র হর্য্যত ঋষি।
১। তোমরা শীঘ্র হব্য প্রস্তুত কর, অগ্নি আসিয়াছেন, অধ্বর্য্যু পুনরায় যজ্ঞ ভজনা করিতেছেন, উনি হবি প্রদান করিতে জানেন।
২। অগ্নির সহিত যজমানের সখ্য, সংস্থাপনকর্তা, হোতা, তীক্ষ্ণ অংশবিশিষ্ট অগ্নির নিকটে উপবেশন করিতেছেন।
৩। যজমানের অভিলষিত সিদ্ধির জন্য তাহারা আপনাদের প্রজ্ঞা বলে সেই রুদ্র অগ্নিকে সম্মুখে স্থাপন করিতে ইচ্ছা করিতেছেন, জিহ্বা জাত স্তুতি দ্বারা নিন্দিত অগ্নিকে গ্রহণ করিতেছেন।
৪। যে অন্তরিক্ষ সমস্ত বৃহৎ বস্তুকে অতিক্রম করে। অন্নদাতা অগ্নি সেই অন্তরিক্ষকে অতিশয় তাপ প্রদান করিতেছেন। তিনি শিখাদ্বারা মেঘকে বধ করিতেছেন এবং জলের উপর আরোহণ করিয়াছেন।
৫। বৎসরের ন্যায় চঞ্চল এবং শ্বেতবর্ণ অগ্নি, এই জগতে নিরোধকারী ব্যক্তির নিকট গমন করেন, স্তোতাকে কামনা করেন।
৬। এই অগ্নির মাহাত্মযুক্ত, অশ্ববিশিষ্ট যে প্রকাণ্ডযুগ ও রথের রজ্জু আছে।
৭। সপ্ত ঋত্বিক শব্দযুক্ত সিন্ধুনদীর ঘাটে জল দোহন করিতেছেন। দুই জন ঋত্বিক অপর পাঁচ জনকে প্রবর্তিত করিতেছে।
৮। পরিচৰ্যাকারী দশ অঙ্গুলি দ্বারা যাচিত হইয়া ইন্দ্র আকাশে মেঘ হইতে তিন প্রকার রশ্মিদ্বারা জলবর্ষণ করিয়াছিলেন।
৯। তিনবর্ণবিশিষ্ট, বেগবান্ অগ্নি নূতন শিখার সহিত যজ্ঞে গমন করিতেছেন। হোমনিষ্পাদক অধ্বর্য্যুগণ মধুদ্বারা উহার পূজা করিতেছেন।
১০। উপরিভাগে চক্রবিশিষ্ট, পরিণত দীপ্তি, নিম্নমুখদ্বারযুক্ত, অক্ষীণ, রক্ষাকারী অগ্নির উপরে অবনত হইয়া উহাকে সিক্ত করিতেছেন।
১১। আদরযুক্ত অধ্বর্য্যুগণ সমীপবর্তী হইয়াই রক্ষাকারী অগ্নির বিসর্জন সময়ে প্রকাণ্ড পাত্রে মধু সেক করিতেছেন।
১২। মন্ত্রের দ্বারা দোহনীয় প্রচুর দুগ্ধের প্রয়োজন হইলে, হে গো সকল! তোমরা রক্ষাকারী অগ্নির নিকটে গমন কর। অগ্নির উভয় কর্ম হিরণ্ময়।
১৩। হে অধ্বর্য্যুগণ! দুগ্ধ দোহন করা হইলে দ্যাবাপৃথিবীতে আশ্রিত এবং মিশ্রয়যোগ্য দুগ্ধ সেক কর। অনন্তর অজাদুগ্ধে অগ্নিকে স্থাপন কর।
১৪। তাহারা আপনাদিগের নিবাসস্বরূপ অগ্নিকে জানিয়াছে, বৎস যেমন জননীর সহিত মিলিত হয়, সেইরূপ গো সকল আপন বন্ধুজনের সহিত মিলিত হইতেছে।
১৫। শিখাদ্বারা ভক্ষণকারী অগ্নির অন্ন ইন্দ্র ও অগ্নিকে পোষণ করে, অন্তরিক্ষে উপকার করে, ইন্দ্র ও অগ্নিতে সমস্ত অন্ন প্রদান কর।
১৬। গমনশীল বায়ু চঞ্চল পাদযুক্ত, মাধ্যমিকী বাক হইতে সূর্যের সপ্তরশ্মিদ্বারা বর্ধিত অন্ন ও রস গ্রহণ করিতেছেন।
১৭। হে মিত্র ও বরুণ! সূৰ্য্য উদিত হইলে তিনি সোম স্বীকার করেন, উহা আতুরের ঔষধ। এই হৰ্য্যত ঋষির যে স্থান হব্য স্থাপন করিবার উপযুক্ত, তথা হইতে অগ্নি শিখাদ্বারা দ্যুলোক ব্যাপ্ত করেন।