ঋগ্বেদ ০৮।০৬২
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৬২
ইন্দ্র দেবতা। কণ্বের পুত্র প্রগাথ ঋষি।
১। যেহেতু ইন্দ্র সেবা করেন, অতএব উহার উদ্দেশে স্তুতি উচ্চারণ কর। সোমযুক্ত লোকে ইন্দ্রের প্রচুর অন্ন উকৃথ মন্ত্রদ্বারা বৰ্দ্ধিত করে। ইন্দ্রের দান কল্যানকর।
২। অসহায়, অসদৃশ, অন্য দেবগণের মুখ্য, বিনাশের অশক্য ইন্দ্র পূৰ্ব্ব প্রজাগণকে ও সমস্ত জাতবস্তুকে অতিক্রম করিয়া বর্দ্ধিত হইতেছেন। ইন্দ্রের দান কল্যাণকর।
৩। ধনদাতা ইন্দ্র অযোজিত অশ্বের সাহায্যে ভোগ করিতে ইচ্ছা করিতেছেন। হে ইন্দ্র! তুমি সামর্থ্যপ্রদ, তোমার মহত্ত্ব স্তুতিযোগ্য। ইন্দ্রের দান কল্যাণকর।
৪। হে ইন্দ্র! আগমন কর, তোমার উৎসাহবৰ্দ্ধক উৎকৃষ্ট স্তুতি করিব। হে সৰ্ব্বাপেক্ষা বলবান ইন্দ্র! তুমি এই স্তুতি প্রযুক্ত অন্নাভিলাষী স্তোতার মঙ্গল করিতে ইচ্ছা করি। ইন্দ্রের দান কল্যাণকর।
৫। হে ইন্দ্র! তোমার মন গর্বিত হইতেও গর্বিত, তুমি তীব্র সোম প্রদান দ্বারা পরিচর্য্যাকারী এবং নমস্কার দ্বারা অলঙ্কারকারী যজমানকে অভিমত ফল প্রদান কর। ইন্দ্রের দান কল্যাণকর।
৬। হে ইন্দ্র! তুমি স্তুতিদ্বারা পরিচ্ছিন্ন হইয়া মনুষ্য যেমন কূপ দৰ্শন করে, সেইরূপ আমাদিগকে দর্শন করিতেছ এবং প্রীত হইয়া প্রবৃদ্ধ সোমযুক্ত যজমানের উপযুক্ত বন্ধু হইতেছ। ইন্দ্রের দান কল্যাণকর।
৭। হে ইন্দ্র! তোমার বীৰ্য্য ও তোমার প্রজ্ঞা অনুসরণ করতঃ সমস্ত দেবগণ বীৰ্য্য ও প্রজ্ঞা ধারণ করে। তুমি গোপতি, বহুলোক স্তুত। ইন্দ্রের দান কল্যাণকর।
৮। হে ইন্দ্র! তোমার সেই উপমানভূত বল যজ্ঞার্থ স্তুতি করি। হে যজ্ঞপতি! তুমি বলের দ্বারা বৃত্রকে হনন করিয়াছ। ইন্দ্রের দান কল্যাণকর।
৯। প্রণয়বতী রমণী যেমন রূপাভিলাষী পুরুষকে বশীভূত করে, সেইরূপ ইন্দ্র মনুষ্যগণকে বশীভূত করেন। উহারা সম্বৎসরাদি কাল লাভ করে, ইন্দ্র উহাদিগকে জানাইয়া দেন, অতএব তিনি সৰ্বত্র বিখ্যাত। ইন্দ্রের দান কল্যাণকর।
১০। হে ইন্দ্র! বহু পশুবিশিষ্ট যে যজমানগণ তোমার প্রদত্ত সুখভোগ করে, তাহারা তোমার উৎপন্ন বল প্রভূতরূপে বর্দ্ধিত করে, তোমায় বর্দ্ধিত করে, তোমার প্রজ্ঞা বৰ্দ্ধিত করে। ইন্দ্রের দান কল্যাণকর।
১১। হে ইন্দ্র! যাবৎ ধন না পাই, তাবৎ তোমাতে ও আমাতে মিলিত হইব। হে বৃত্রহা, বজ্রবান ও শূর! অদানশীল ব্যক্তিও তোমার দানের প্রশংসা করিবে। ইন্দ্রের দান কল্যাণকর।
১২। আমরা ইন্দ্রকে সত্যই স্তব করিব, মিথ্যা স্তব করিব না, ইন্দ্র যজ্ঞবিরতদিগকে প্রভুত পরিমাণে বধ করেন, অভিষবকারীকে প্রভূত জ্যোতিঃ প্রদান করেন। ইন্দ্রের দান কল্যাণকর।