ঋগ্বেদ ০৮।০৫০

ঋগ্বেদ ০৮।০৫০
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৫০
ইন্দ্র দেবতা।

১। ধন লাভের জন্য বিখ্যাত এবং সুন্দর ধনবিশিষ্ট শক্রের অর্চনা কর। তিনি অভিষবকারী ও স্তুতিকারীকে সহস্র সহস্র কমণীয় ধন দান করেন।

২। ইহার অস্ত্রসমূহ শত শত এবং দুস্তর ইন্দ্রের অন্ন প্রভূত। যখন অভিযুত সোম সকল ইহাকে প্রমত্ত করে, তখন ইনি পৰ্ব্বতের ন্যায় খাদ্যদাতা হইয়া ধনবানগণের প্রীতি উৎপাদন করেন।

৩। অভিযুত সোমসকল যখন প্রিয় ইন্দ্রকে প্রমত্ত করিয়াছে, তখন হে বাসপ্রদ ইন্দ্র! হব্যদায়ীর উদ্দেশে গাভীগণের ন্যায় জলসমূহ আমার যজ্ঞে নিহিত হইয়াছে।

৪। হে ঋত্বিকগণ! তোমাদের রক্ষার্থ কর্মসকল পাপশূন্য আহূয়মান ইন্দ্রের উদ্দেশে মধু ক্ষরণ করিতেছে। হে বাসপ্রদ! সোম আহূত হইয়া স্তোত্রকালে তোমার সম্মুখে নিহিত হইতেছে।

৫। ইন্দ্র আমাদের সুযজ্ঞবিশিষ্ট সোমে প্রেরিত হইয়া অশ্বের ন্যায় গমন করিতেছেন। হে আস্বাদবান ইন্দ্র! তোমার স্তোতাগণ এই সোম সুস্বাদু করিতেছে, তুমি পুরুর পুত্রের আহ্বানকে প্রীতিকর কর।

৬। বীর, উগ্র, ব্যাপ্ত ও ধনের দ্বারা প্রীতিকারী এবং মহাধনের বিভূতিস্বরূপ ইন্দ্রকে স্তুতি করি। হে বজ্রবান! জলবিশিষ্ট কুপের ন্যায় সর্বদা ব্যাপ্তিযুক্ত ধনের সহিত হব্যাদায়ী যজমানের মঙ্গলের জন্য পান কর।

৭। হে দর্শনীয়, মহামতি ইন্দ্র! তুমি দূরদেশেই থাক, পৃথিবীতেই থাক, অথবা স্বৰ্গেই থাক, দর্শনীয় হরিগণকে রথে যোজিত করতঃ আগমন কর।

৮। তোমার যে রথবাহক অশ্ব আছে, তাহারা হিংসারহিত, উহা বায়ুর বেগ পূর্ণ করে; ইহাদের সাহায্যে দস্যুগণকে নিহত করিয়াছ। তুমি মনুকে বিখ্যাত করিয়াছ এবং সমস্ত বস্তু ব্যাপ্ত করিয়াছ (১)।

৯। হে শূত্র নিবাসপ্রদ ইন্দ্র! তোমার এতৎপরিমিত নূতন ধনের কথা জানি, তুমি এইরূপে কৰ্ত্তব্য ধনার্থ এতশকে এবং দশব্রজবিশিষ্ট বশকে রক্ষণ করিয়াছিলে।

১০। হে মঘবান! হে বজ্রবান! পবিত্র যজ্ঞে কণ্বকে এবং শত্ৰুনাশাভিলাষী দীর্ঘনীথকে এবং গোশৰ্য্যকে যে প্রকারে রক্ষা করিয়াছ, অশ্বদ্বারা সেইরূপে আমাদিগকে রক্ষা কর।

————

(১)অর্থাৎ অনার্য্যদিগকে নিহত করিয়া মানব আর্য্যগনকে উন্নত করিয়াছ।