ঋগ্বেদ ০৮।০৩০

ঋগ্বেদ ০৮।০৩০
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ৩০
বিশ্বদেবগণ দেবতা। বৈবস্বত মনু ঋষি।

১। হে দেবগণ! তোমাদের মধ্যে কেহ শিশু নাই, কেহ কুমার নাই, তোমরা সকলেই মহান।

২। হে শত্রুভক্ষক, মনুর যজ্ঞার্হ দেবগণ! তোমরা ত্রয়োস্ত্রিংশৎ (১), তোমরা এই প্রকারে স্তুত হইয়াছ।

৩। তোমরা আমাদিগকে ত্রাণ কর, তোমরা রক্ষা কর, তোমরা আমাদিগকে মিষত কথা বল। হে দেবগণ! পিতা মনু হইতে আগত পথ হইতে আমাদিগকে ভ্রষ্ট করি ও না (২), দূরবর্তী মাৰ্গ হইতেও ভ্রষ্ট করিও না। ৪। হে দেবগণ ও হে যজ্ঞভব অগ্নি! তোমরা সকলে আছ, তোমরা সকলে এইখানে অবস্থিত হও, পরে সর্বত্র প্রথিত সুখ এবং গো ও অশ্ব সকলকে আমাদিগকে দান কর।

————

(১) ৩৩ জন দেবের উল্লেখ। এইখানে ও অন্যান্য স্থানে “মনু” বা “মনুষ” অর্থে মনুষ্য করিলে সুন্দর অর্থ হয়।

(২) স্বয়ং বৈবস্বত মনু এই সুক্তের বক্তা হইলে এ কথা কিরূপে বলিবেন?