ঋগ্বেদ ০৮।০২৫
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ২৫
দশম, একাদশ ও দ্বাদশের বিশ্বদেবগণ দেবতা; অবশিষ্টের মিত্র ও বরুণ দেবতা। ব্যশ্বপুত্র বৈরশ্ব নামক ঋষি।
১। হে সকল লোকের রক্ষক দেবদ্বয়! তোমরা দেবগণের মধ্যে যজ্ঞার্হ, তোমাদিগকে লোকে পূজা করে। হে ব্যশ্ব! সত্যবিশিষ্ট, পবিত্র বলযুক্ত মিত্র ও বরুণের যাগ কর।
২। সুন্দর কৰ্ম্মযুক্ত যে বরুণ ও যে মিত্র ধনদাতা ও রথবান, বহুকাল হইতে শোভনজন্মা, অদিতির তনয় এবং ধৃতব্রত।
৩। মহতী সত্যবর্তী অদিতি, সৰ্ব্বধনিবিশিষ্ট ও তেজস্বী, সেই মিত্র ও বরুণকে অসূর্য্য তেজের জন্য উৎপাদন করিয়াছেন।
৪। মহান, সম্রাট, অসুর, সত্যবান দেব মিত্র ও বরুণ বৃহৎ যজ্ঞ প্রকাশিত করেন।
৫। মহান বলের পৌত্র, বেগের পুত্র, সুকর্মা ও প্রভূত ধনদাতা মিত্র বরুণ অন্নের নিবাস স্থানে বাস করেন।
৬। হে মিত্র ও বরুণ! তোমরা ধন এবং দিব্য ও পৃথিবীজাত অন্ন দান কর; জলবতী বৃষ্টি তোমাদের নিকট উপস্থিত থাকুক।
৭। হে মিত্র ও বরুণ! তোমরা সত্যবান, সম্রাট এবং হব্যপ্রিয়, তোমরা বৃহৎ দেবগণকে গোয়ুথের ন্যায় হৃষ্ট করিবার জন্য অভিদর্শন কর।
৮। সত্যবান সুকৰ্ম্ম মিত্র ও বরুণ সম্যকরূপে প্রদীপ্ত হইবার জন্য উপবেশন করুন; ধৃতব্রত, বলবান মিত্র ও বরুণ বল ব্যাপ্ত করুন।
৯। চক্ষে দর্শন করিবার পূর্বেও পথবিৎ, সকলের প্রেরক, চিরন্তন মিত্র ও বরুণ অদুঃসহ তেজোবলে শোভিত হউন।
১০। অদিতিদেবী আমাদিগকে রক্ষা করুন, অশ্বিদ্বয় রক্ষা করুন, অত্যন্ত বেগবান মরুৎগণ রক্ষা করুন।
১১। হে শোভনদানবিশিষ্ট মরুৎগণ! তোমরা অহিংসিত, তোমরা দিবারাত্রি আমাদিগের নৌকা রক্ষা কর, আমরা তোমাদের পালনের সহিত মিলিত হইব।
১২। আমরা অহিংসিত হইয়া হিংসারহিত সুদাতার উদ্দেশে স্তুতি করিব। হে একাকী যুদ্ধকারী বিষ্ণু! তুমি স্তোতাগণকে ধন প্রদান কর, যে যজ্ঞ আরম্ভ করিয়াছে, তাহার জন্য স্তুতি শ্রবণ কর।
১৩। আমরা অত্যন্ত গুরু, সকলের রক্ষক ও বরণীয় ধন যেন লাভ করি; মিত্র, বরুণ ও অৰ্য্যমা এই ধন রক্ষা করিয়া থাকেন।
১৪। পর্জন্য আমাদের ধন রক্ষা করুন, মরুৎগণ ও অশ্বিদ্বয় ধন রক্ষা করুন, ইন্দ্র, বিষ্ণু ও সমস্ত অভীষ্টবৰ্ষী দেবগণ মিলিত হইয়া রক্ষা করুন।
১৫। তাঁহারাই পূজনীয় নেতা। বেগগামী জল যেমন বৃক্ষউন্মূলিত করে, সেইরূপ তাহারা শীঘ্রগামী হইয়া যেকোন শত্রুর প্রতিকুল হইয়া যে কোন শত্রুর প্রতিকূল হইয়া তাহাকে নাশ করে।
১৬। লোকপতি মিত্র বহুসংখ্যক প্রধান দ্রব্য এই প্রকারে দর্শন করেন। মিত্র ও বরুণের মধ্যে আমরা তোমাদের জন্য তাঁহারই ব্রত পালন করিব।
১৭। পরে সাম্রাজ্যবিশিষ্ট বরুণের পুরাতন গৃহ প্ৰাপ্ত হইব, অতিশয় প্রসিদ্ধ মিত্রের ব্রতও লাভ করিব।
১৮। যে মিত্র দ্যাবাপৃথিবীর অন্তসমূহ রশ্মি দ্বারা প্রকাশিত করেন, তিনিই আপন মহিমায় উহাদিগকে পূর্ণ করেন।
১৯। সুন্দর বীর্যযুক্ত মিত্র ও বরুন দ্যুতিমান আদিত্যের গৃহে আপনার জ্যোতি প্রকাশ করিতেছেন, পরে অগ্নিত ন্যায় শুভ্রবর্ণ ও সকল লোককর্তৃক আহূত হইয়া অবস্থিতি করিতেছেন।
২০। হে স্তোতা! বিস্তৃত গৃহবিশিষ্ট যজ্ঞে স্তব কর, বরুণ পশুযুক্ত অন্নের ঈশ্বর এবং মহা প্ৰীতিকর অন্নদানে সমর্থ।
২১। আমি দিবারাত্রি মিত্র ও বরুণের সেই তেজঃ এবং দ্যাবাপৃথিবীকে স্তুতি করি, হে বরুণ! সৰ্ব্বদা দাতার অভিমুখে আমাদিগকে প্রেরণ কর।
২২। তৈক্ষগোত্রে জাত, সুষমার পুত্র দানে প্রবৃত্ত হইলে ঋজুগামী রজতসদৃশ অশ্বযুক্ত রথ প্রাপ্ত হইয়াছিলাম। সুষমার পুত্রের রথ শত্রুদিগের জীবনাদি হরণ করে।
২৩। হরিতবর্ণ অশ্বসমূহের মধ্যে শত্রুদিগের অত্যন্ত বাধাপ্রদ এবং কুশল ব্যক্তিগণের মধ্যে মনুষ্যগণের বাহক অশ্বদ্বয়, আমার উদ্দেশে শীঘ্র প্রবৃত্ত হউক।
২৪। নূতন স্তুতিদ্বারা স্তব করতঃ যেন সুন্দর রজুবিশিষ্ট, কশাযুক্ত, যোগ্য এবং শীঘ্রগতি অশ্বদ্বয়লাভ করিতে পারি।