ঋগ্বেদ ০৮।০১০
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ১০
অশ্বিদ্বয় দেবতা। কণ্বপুত্র প্রগাখ ঋষি।
১। হে অশ্বিদ্বয়! যে লোকে প্রশস্ত যজ্ঞগৃহ আছে, যদি সেই লোকে থাক, যদি ঐ দ্যুলোকের দীপ্তিমান প্রদেশে থাক, যদি অন্তরিক্ষে নিৰ্ম্মিত গৃহে বাস কর, ঐ সকল স্থান হইতে আগমন কর।
২। হে অশ্বিদ্বয়! তোমরা যেরূপে মনুর জন্য যজ্ঞে সিক্ত করিয়াছিলে, সেইরূপে কণ্বের যজ্ঞ অবগত হও। বৃহস্পতি, সমস্ত দেবগণ, ইন্দ্র ও বিষ্ণু ও দ্রুতগামী অশ্ববিশিষ্ট অশ্বিদ্বয়কে আমি আহ্বান করি।
৩। অশ্বিদ্বয় সুকর্মা এবং গ্রহণার্থ প্রাদুর্ভূত, আমি তাঁহাদিগকে আহ্বান করি। ইহাদের সহিত সখ্য দেবগণের মধ্যে উৎকৃষ্ট ও সহজ লভ্য।
৪। যজ্ঞ সকল যাহাদিগের উপর প্রভু হন, স্তুতিশূন্যদিগের মধ্যে যাঁহাদের স্তোতা আছে, তাঁহারা হিংসারহিত যজ্ঞের প্রচেতা, তাঁহারা স্বধার সহিত সোমময় মধু পান করেন।
৫। হে অন্নযুক্ত, ধনবিশিষ্ট অশ্বিদ্বয়! ইদানীং তোমরা পশ্চিম দিকেই অবস্থিতি কর, অথবা পূর্বদিকেই অবস্থিতি কর, যদি বা দ্রুঘু, অনু, তুৰ্ব্বশু বা যদুর সন্নিহিত হও, আমি তোমাদের আহ্বান করিতেছি, আমাদের নিকট আগমন কর।
৬। হে বহুভোজী অশ্বিদ্বয়! যদি অন্তরিক্ষে গমন কর, যদি দ্যাবাপৃথিবী অভিমুখে গমন কর, যদি তেজোবলে রথে উপবেশন কর, সকল স্থান হইতেই আগমন কর।