ঋগ্বেদ ০৭।০৯২

ঋগ্বেদ ০৭।০৯২
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল  সূক্ত ০৯২
বায়ু দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। হে শুচি সোমপাতা বায়ু! আমাদের সমীপে আগমন কর। হে সকলের বরণীয়! তোমার নিযুৎ সকল সহস্রসংখ্যাযুক্ত। হে বায়ু! তুমি যে সোমের প্রথম পানে অধিকারী,সেই মদকর সোম পাত্রে স্থাপিত রহিয়াছে। ২। ক্ষিপ্রহস্ত অভিষবকারী, ইন্দ্রও বায়ুর পানাৰ্থ যজ্ঞে সোম প্রস্থাপিত করিয়াছেন। হে ইন্দ্র ও বায়ু! দেবাভিলাষী অধ্বর্য্যুগণ কৰ্ম্মদ্বারা তোমাদের জন্য এই যজ্ঞে সোমের অগ্রভাগ সম্পাদন করিয়াছেন।

৩। হে বায়ু! গৃহেস্থিত হব্যদায়ীর অভিমুখে যজ্ঞের জন্য যে নিযুৎগণের সহিত গমন কর তাহাদিগের সহিত আগমন কর। আমাদিগকে সুন্দর অন্নযুক্ত ধন প্রদান কর। বীরপুত্র, গোযুক্ত ও অশ্বযুক্ত ঐশ্বৰ্য্য প্রদান কর।

৪। যাহারা ইন্দ্রের এবং বায়ুরও তৃপ্তি উৎপাদন করেন, তাহারা দেবযুক্ত, অতএব শক্রগণের নিহন্তা হয়। সেই স্তোতৃগণের সাহায্যে আমরা যেন শত্ৰুনিপাতে সমর্থ হই।আমাদের লোকদ্বারা যেন যুদ্ধে অমিত্রগণকে পরাভব করিতে পারি।

৫। হে বায়ু! শতসংখ্যাবিশিষ্ট ও সহস্রসংখ্যাবিশিষ্ট নিযুৎগণের সহিত আমাদের হিংসারহিত যজ্ঞের সমীপে আগমন কর, এই যজ্ঞে প্রমত্ত হও। তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।