ঋগ্বেদ ০৭।০৮৫
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৮৫
ইন্দ্র ও বরুণ দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। হে ইন্দ্র ও বরুণ! তোমাদের জন্য অগ্নিতে সোম ক্ষেপ করতঃ দীপ্তিমতী ঊষার ন্যায় দীপ্তাবয়বা রাক্ষসরহিতা স্তুতিকে শোধন করিতেছি। তাঁহারা উপস্থিত যুদ্ধে যাত্রাকালে আমাদিগকে রক্ষা করুন।
২। পরস্পর স্পর্ধাবিশিষ্ট সংগ্রামে আমরা শত্রুদিগকে স্পর্ধা করিতেছি। যে যুদ্ধে ধ্বজায় আয়ুধ সকল পতিত হয়, সেই সংগ্রামে, হে ইন্দ্র ও বরুণ! তোমরা হিংসক আয়ুধদ্বারা পরাঙ্মুখ ও বিবিধ গতিবিশিষ্ট শত্রুগণকে বিনাশ কর।
৩। সোম সকল স্বায়ত্ত, যশোবিশিষ্ট ও দ্যুতিমান হইয়া সদনে ইন্দ্র ও বরুণ এই উভয় দেবতাকে ধারণ করেন। ইহাঁদের একজন প্রজাগণকে পৃথক পৃথক করিয়া ধারণ করেন, অন্যজন অপ্রতিগত শত্রুগণকে বিনাশ করেন।
৪। হে আদিত্যদ্বয়! তোমরা বলশালী, যে নমস্কারযুক্ত হইয়া তোমাদিগকে পরিচর্যা করে, সেই শোভনকর্মবিশিষ্ট হোতা ঋতজ্ঞ হউন। যে হব্যযুক্ত ব্যক্তি তৃপ্তির জন্য তোমাদিগকে আবর্তিত করে, সে অন্নবান হইয়া একান্ত প্রাপ্তব্য ফল লাভ করে।
৫। আবার এই স্তুতি ইন্দ্র ও বরুণকে ব্যাপ্ত করুক, আমার প্রারিত স্তুতি পুত্র ও পৌত্রবিষয়ে আমাকে রক্ষা করুক। সুন্দর রত্নবিশিষত হইয়া যজ্ঞ প্রাপ্ত হইব। তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।