ঋগ্বেদ ০৭।০৮১
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৮১
ঊষা দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। তমোনিবারিণী, দ্যুলোকদুহিতা ঊষা আগমন করিতেছেন, দৃষ্ট হইল। তিনি দর্শনার্থে মহৎ তমঃ অপাব্রত করিতেছেন, মনুষ্যের নেত্রী হইয়া জ্যোতিঃ বিকাশ করিতেছেন।
২। সূর্য্যের রশ্মি সমূহকে যুগপৎ উৎগত করিতেছেন, প্রাদুর্ভুত হইয়া নক্ষত্রকে দীপ্তিযুক্ত করিতেছেন। হে ঊষা! তোমার ও সূর্য্যের প্রকাশ হইলে আমরা যেন অন্নের সহিত মিলিত হই।
৩। হে দ্যুলোকদুহিতা ঊষা! আমরা ক্ষিপ্রধারী হইয়া তোমাদিগকে প্রতিবুদ্ধ করিব। হে ধনবতি! তুমি স্পৃহণীয় বহুধন বহন কর, যজমানের জন্য রত্ন ও সুখ বহন কর।
৪। হে মহাতা দেবি! তুমি তমোনিবারিণী ও মহিমাযুক্তা। তুমি প্রবোধনার্থ ও দশনার্থ সমস্ত জগৎকে প্রেরণ কর। তুমি রত্নভাক, তোমার নিকট যাচঞা করি। পুত্রগণ যেরূপ মাতার প্ৰিয় হয়, সেইরূপ আমরা তোমার হইব।
৫। হে ঊষা! যে ধন অতি দুরবর্তী স্থানে প্রসিদ্ধ, তুমি সেই বিচিত্র ধন আহরণ কর। হে দ্যুলোকদুহিতা! তোমার যে মনুষ্যদিগের ভগযোগ্য অন্ন আছে, তাহা প্রদান কর, আমরাও ভোগ করিব।
৬। হে ঊষা! স্তোতাগণকে মরণরহিত, বাসপ্রদ, প্রসিদ্ধ যশ প্রদান কর, আমাদিগকে বহুগোবিশিষ্ট অন্ন প্রদান কর। যজমানের প্রেরয়িত্ৰী সুনৃত বাক্যবিশিষ্টা ঊষা শত্রুদিগকে দূরীকৃত করুন।