ঋগ্বেদ ০৭।০৮০
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৮০
ঊষা দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। বিপ্র বসিষ্ঠগণ, সকলের প্রথমে স্তোম ও স্তবের দ্বারা ঊষাদেবীকে প্রবুব্ধ করিয়াছেন। ঊষা সমান প্রান্তবিশিষ্ট দ্যাবাপৃথিবীকে ব্যবর্তিত করেন এবং সমস্ত ভূতজাতকে প্রদাণ্বিত করেন।
২। এই সেই ঊষা, যিনি নবযৌবন ধারণ করিয়া এবং জ্যোতিঃ দ্বারা গূঢ় তমঃ (বিনাশ করিয়া) জাগরিত হন। লজ্জাহীনা যুবতীর ন্যায় ইনি সূর্য্যের সন্মুখে আগমন করেন এবং সূর্য্য, যজ্ঞ ও অগ্নিকে জ্ঞাপিত করেন।
৩। বহু অশ্ব এবং বহুগোবিশিষ্ট স্তুতিযোগ্য ঊষা সকল সর্বদা তমঃ নিবারণ করুন। তাঁহারা জন দোহন করেন এবং সর্বত্র প্রবৃদ্ধ হন। তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।