ঋগ্বেদ ০৭।০৭৬
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৭৬
ঊষা দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। সকলের নেতা সবিতা উর্ধদেশে অবিনাশী ও সৰ্ব্বজনের হিতকর জ্যোতিঃ আশ্রয় করেন। তিনি দেবগণের কর্মের নিমিত্ত প্ৰাদুর্ভূত হইয়াছেন, ঊষা চক্ষুঃস্বরূপ হইয়া সমস্ত ভুবনকে আবিষ্কৃত করিয়াছেন।
২। আমি, হিংসাশূন্য তেজোদ্বারা সংস্কৃত দেববান পথকে(১) দর্শন করিয়াছি, ঊষার কেতু পূৰ্ব্বদিকে ছিলেন। ঊষা আমাদের অভিমুখী হইয়া উন্নত প্রদেশ হইতে আগমন করেন।
৩। হে ঊষা! যে সকল জ্যোতিঃ সূৰ্য্যোদয়ের পূৰ্ব্বে প্রকাশ হয়, তাহাদিগের গুণে তুমি কুলটার ন্যায় না হইয়া পতিসমীপগামিনী রমণীর ন্যায় পরিদৃষ্ট হও।
৪। যে অঙ্গিরাগণ সত্যবান, কবি, পূর্বকালীন পিতা ও যাঁহারা গূঢ় জ্যোতিঃ লাভ করিয়াছিলেন এবং অবিতথ মন্ত্রদ্বারা ঊষাকে প্রাদুর্ভূত করিয়াছিলেন, তাঁহারাই দেবগণের সহিত একত্ৰে প্রমত্ত হইতেন।
৫। তাঁহারা সাধারণ গো সমূহের জন্য সঙ্গত হইয়া একবুদ্ধি হইয়াছিলেন। তাঁহারা কি পরম্পর যত্ন করেন নাই? তাঁহারা দেবগণের কৰ্ম্ম হিংসা করেন না। তাঁহারা হিংসারহিত, বাসপ্রদ, কিরণের দ্বারা গমন করেন।
৬। হে সুভগা ঊষা! তোমাকে প্ৰাতঃকালে জাগরিত স্তুতিকারী বসিষ্ঠগণ ন্তোত্রের দ্বারা স্তব করে। তুমি গোসমূহের প্রাপিকা, অন্নপালিকা, তুমি আমাদের জন্য প্রভাত কর। হে সুজাতা ঊষা! তুমি প্রথমে স্তুত হও।
৭। এই ঊষা স্তোতার সুনৃত বাক্য সকলের নেত্রী হইয়া তমো নিবারণ করতঃ এবং সৰ্ব্বত্র প্রসিদ্ধ ধন আমাদিগকে দান করিয়া বসিষ্ঠগণ কর্তৃক স্তুত হইতেছেন। তোমরা সৰ্ব্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।
———
(১) “দেবযান পথ” সম্বন্ধে ১।১৮৩।৬ ঋকের টীকা দেখ।