ঋগ্বেদ ০৭।০৭৩
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৭৩
অশ্বিদ্বয় দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। আমরা দেবাভিলাষী হইয়া স্তোত্র সম্পাদন করতঃ অজ্ঞানের পারে উত্তীর্ণ হইব। হে বহুকর্মা, প্রভূততম, পুৰ্ব্বজাত, অমর্ত্য অশ্বিদ্বয়! স্তোতা আহ্বান করিতেছে।
২। তোমাদের প্ৰিয়ভূত মনুষ্য হোতা এই উপবিষ্ট রহিয়াছে, হে নাসত্যদ্বয়! যে যাগ করে ও বন্দনা করে, হে অশ্বিদ্বয়! তাহার মধুর সোমরস সমীপে থাকিয়া ভক্ষণ কর। যজ্ঞে অন্নবান হইয়া তোমাদিগকে আহ্বান করিতেছি।
৩। আমরা মহান স্তোত্রকামী, আমরা আগমনশীল দেবগণের জন্য যজ্ঞ বৰ্দ্ধিত করিতেছি। হে অভীষ্টবর্ষিদ্বয়! এই সুস্তুতি সেবা কর। আমি বসিষ্ঠ দ্রুতগামী দূতের ন্যায় তোমাদের নিকট প্রেরিত হইয়া, স্তোত্রদ্বারা স্তবকরতঃ প্রোবোধিত হইয়াছি।
৪। সেই হব্যবাহিদ্বয় রাক্ষসঘাতী, পুষ্টাঙ্গ ও দৃঢ়পাণি, তাঁহারা আমাদের প্রজার নিকট উপস্থিত হউন। তোমরা মদকর অন্নের সহিত সঙ্গত হও, আমাদিগকে হিংসা করিও না, মঙ্গলের সহিত আগমন কর।
৫। হে নাসত্যদ্বয়! পশ্চাৎদেশ হইতে ও সম্মুখদেশ হইতে আগমন কর, পঞ্চজনের হিতকর সকল দিক হইতেই আগমন কর। তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।