ঋগ্বেদ ০৭।০৬৪
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৬৪
মিত্র ও বরুণ দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। হে মিত্র ও বরুণ! দ্যুলোকে ও পৃথিবীতে তোমরা জলের স্বামী। তোমাদের প্রেরিত মেঘ জলকে রূপ প্রদান করে। মিত্র, সুজাত অৰ্য্যমা এবং রাজা ও বলবান বরুণ আমাদের হব্য সেবা করুন।
২। তোমরা রাজা, মহাযজ্ঞের রক্ষক, সিন্ধুপতি ও ক্ষত্ৰিয়(১); তোমরা আমাদের অভিমুখে আগমন কর। হে ক্ষিপ্রদানশীল মিত্র ও বরুণ! আমাদের অন্ন ও বৃষ্টি অন্তরিক্ষ হইতে প্রেরণ কর।
৩। মিত্র, বরুণ ও অর্য্যমা দেবগণ উৎকৃষ্ট পথের দ্বারা সেই স্থানে আমাদিগকে লইয়া যাউন। অর্য্যমা(২) যেন সুন্দর দানশীল লোকের নিকট আমাদের কথা বলেন। আমরা তোমাদের কর্তৃক রক্ষিত হইয়া অন্নদ্বারা প্রমত্ত হইব।
৪। হে মিত্র ও বরুণ! যে মনের দ্বারা তোমাদের এই রথ নিৰ্ম্মাণ করিয়াছে, যে উন্নত কৰ্ম্ম করে ও যজ্ঞে তোমাদের ধারণ করে, তোমরা রাজা, তোমরা তাহাকে জলের দ্বারা সিক্ত কর, তাহাকে সুক্ষিতি প্রদান করিয়া তৃপ্ত কর।
৫। হে মিত্র! হে বরুণ! তোমাদের ও বায়ুর জন্য দীপ্ত সোমের ন্যায় এই সোম করা হইল। আমাদের কর্মে প্রবেশ কর, স্তুতি অবগত হও, তোমরা সৰ্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।
———
(১) মূলে “ক্ষত্রিয়াঃ” আছে। অর্থ বলবান। “ক্ষত্রিয়” নামে একটি বিভিন্ন জাতি তখন সৃষ্ট হয় নাই। মিত্র ও বরুণ ক্ষত্রিয় জাতীয় নহেন।
(২) মূলে “অরিঃ” আছে। সায়ন বলেন আদর অতিশয়ার্থ অর্য্যমার পুনরুল্লেখ হইয়াছে।