ঋগ্বেদ ০৭।০৪৯
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৪৯
অপ দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। সমুদ্র যে অপসমূহের জ্যেষ্ঠ, সর্বদাগমনশীল ও শোধয়িতা, সেই অপসমূহ অন্তরিক্ষের মধ্য হইতে গমন করেন। বজ্রধারী অভীষ্টবৰ্ষী ইন্দ্র যে অপসমূহকে ছাড়িয়া দিয়াছিলেন, তাহারা এই স্থানে আমায় রক্ষা করুন।
২। যে অপসমূহ অন্তরিক্ষে উৎপন্ন হয়, অথবা যাহা প্রবাহিত হইয়া খননদ্বারা যাহাদিগকে লাভ করা যায়, যাহা স্বয়ং উৎপন্ন হইয়া সমুদ্রাভিমুখে গমন করে, দীপ্তিযুক্ত পবিত্রকর সেই অপদেবীসমূহ আমায় রক্ষা করুন।
৩। যে অপসমূহের স্বামী বরুণ জলসমূহ মধ্যে সত্য ও মিথ্যার স্বাক্ষী স্বরূপ হইয়া মধ্যম লোকে গমন করেন, মধুক্ষারিণীদীপ্তিযুক্ত, শোধয়িতা, সেই অপদেবীসমূহ আমায় রক্ষা করুন।
৪। যাহাতে রাজা বরুণ বাস করেন, যাহাতে সোম বাস করেন, যাহাতে বিশ্বদেবগণ অন্ন পাইয়া প্রমত্ত হন, বৈশ্বানর অগ্নি যাহাতে প্রবিষ্ট হইয়াছেন, সেই দ্যুতিমান অপসমূহ আমায় রক্ষা করুন।