ঋগ্বেদ ০৭।০৪৭
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৪৭
অপ দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। হে অপ দেবতা! দেবাভিলাষিগণ ইন্দ্রের পাতব্য, ভূমিসম্ভূত, যে তোমাদিগের সোমরস প্রথমে সংস্কৃত করিয়াছে, সেই শুচি, পাপরহিত, বৃষ্টিজলাসেকী, মধুর রসযুক্ত সোমরস আমরাও সেবন করিব।
২। হে অপ দেবতা! শীঘ্রগতি অপাংনপাৎ দেবতা তোমাদের সেই মধুমত্তম প্রসিদ্ধ উৰ্ম্মি পালন করুন। ইন্দ্র যাহাতে বসুগণের সহিত মত্ত হন, আমরা দেবাভিলাষী হইয়া অদ্য তোমাদের সেই উৰ্ম্মি প্ৰাপ্ত হইব।
৩। বহু পবিত্র রূপবিশিষ্ট অশ্বদ্বারা লোকের হর্ষ উৎপাদক ও দ্যোতমান জল দেবগণের স্থানে প্রবেশ করেন। তাঁহারা ইন্দ্রের কৰ্ম্ম হিংসা করেন না। তোমরা সিন্ধুগণের উদ্দেশে ঘৃতযুক্ত হব্য হোম কর।
৪। সুৰ্য্য রশ্মিদ্বারা যে অপসমূহকে বিস্তীর্ণ করেন, যাহাদের জন্য ইন্দ্র গমনযোগ্য পথ বিদীর্ণ করিয়াছেন; হে সিন্ধুগণ! সেই তোমরা আমাদের ধন ধারণ কর। তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।