ঋগ্বেদ ০৭।০৪৬
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৪৬
রুদ্র দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। স্থিরকার্মুক, শীঘ্রগামী, বাণবিশিষ্ট, অন্নবান, কাহারও স্বারা অনভিভূত, সকলের অভিভবকর এবং তীক্ষ্ণাস্ত্র বিধানকারী রুদ্রের উদ্দেশে স্তুতি কর। তিনি শ্রবণ করুন।
২। পৃথিবীস্থ ও স্বৰ্গস্থ জনের ঐশ্বৰ্য্যদ্বারা তাঁহাকে জানিতে পারা যায়। হে রুদ্র! তোমার স্তবকারী আমাদের প্রজাগণকে পালন করতঃ আমাদের গৃহে গমন কর। আমাদিগকে রোগ দান করিও না।
৩। অন্তরিক্ষ হইতে বিমুক্ত তোমার যে বিদ্যুৎ ক্ষিতিতলে বিচরণ করে, সে আমাদিগকে পরিত্যাগ করুক। হে স্বপিবাত! তোমার সহস্র ভেষজ আছে; আমাদের পুত্র বা পৌত্রের প্রতি হিংসা করিও না।
৪। হে রুদ্র! আমাদিগকে হিংসা করিও না, আমাদিগকে ত্যাগ করিও না। তুমি ক্রুদ্ধ হইয়া যে বন্ধন কর, আমরা যেন তাহাতে না থাকি, জীবগণের প্রশংসাযোগ্য যজ্ঞে আমাদিগকে ভাগী কর। তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।