ঋগ্বেদ ০৭।০৪৫
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৪৫
সবিতা দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। রত্নবিশিষ্ট, অন্তরিক্ষের পূরক এবং অশ্বকর্তৃক উহ্যমান সবিতাদেব মনুষ্যের হিতকর বহুধন হস্তে ধারণ করতঃ ভূতগণকে স্বস্থানে ধারণ ও স্বকাৰ্য্যে প্রেরণ করতঃ আগমন করুন।
২। শিথিল এবং বৃহৎ হিরন্ময় বাহুদ্বারা অন্তরিক্ষের অন্তসমূহকে ব্যাপ্ত করুক। আমরা অদ্য সবিতার সেই মহিমার স্তুতি করি। সূৰ্য্যও সবিতাকে কর্মেচ্ছা প্রদান করুন।
৩। তেজোবিশিষ্ট বসুপতি সবিতাদেবই আমাদিগকে উদ্দেশে ধন প্রেরণ করুন। তিনি বহুবিস্তীর্ণরূপ ধারণ করতঃ আমাদিগকে মনুষ্যদিগের ভোগযোগ্য ধন দান করুন।
৪। এই স্তুতিসমূহ উত্তম জিহ্বায়ুক্ত এবং ধনপূর্ণ হস্তযুক্ত সবিতাকে স্তব করিতেছে। তিনি আমাদিগকে বিচিত্র বৃহৎ অন্নদান করুন। তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।