ঋগ্বেদ ০৭।০৪৪
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৪৪
দধিক্রা দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। তোমাদের রক্ষার্থ প্রথমে দধিক্রাকে আহ্বান করি। তদনন্তর অশ্বিদ্বয়, ঊষা সমিদ্ধ অগ্নি ও ভগকে আহ্বান করি। ইন্দ্র, বিষ্ণু, পূষা, ব্রহ্মণস্পতি, আদিত্যগণ, দ্যাবাপৃথিবী, জল, দেবতা ও সূৰ্য্যকে আহ্বান করি।
২। স্তোত্রদ্বারা দধিক্ৰা দেবতাকে প্রবোধিত ও প্রবৰ্ত্তিত করতঃ আমরা যজ্ঞের উপক্রমে কুশোপরি ইলাদেবীকে স্থাপন করতঃ শোভন আহ্বানযুক্ত মেধাবী অশ্বিদ্বয়কে আহ্বান করি।
৩। আমি দধিক্ৰাকে প্রবোধিত করতঃ অগ্নি, ঊষা, সূৰ্য্য ও ভূমির স্তব করি। আমি শত্রু বিনাশকারী বরুণের মহৎ পিঙ্গলবৰ্ণ অশ্বকে স্তব করি, সেই দেবগণ সমস্ত পাপ আমা হইতে পৃথক করুন।
৪। অশ্ব মুখ্য, শীঘ্রগামী, গমনশীল দধিক্রাবা সম্যকরূপে জ্ঞাতব্য অবগত হইয়া ঊষা, সূর্য্য, আদিত্যগণ, বসুগণ, অঙ্গিরাগণের সহিত এক মত হইয়া রথের অগ্রে লগ্ন হন।