ঋগ্বেদ ০৭।০৪৩
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৪৩
বিশ্বদেবগণ দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। বৃক্ষের শাখার ন্যায় যে মেধাবিগণের স্তোত্র বিশেষরূপে চারিদিকে গমন করে, সেই দেবাভিলাষিগণ যজ্ঞে নমস্কারদ্বারা তোমাদিগকে পাইবার জন্য বিশেষরূপে স্তব করিতেছে, দ্যাবাপৃথিবীকেও স্তব করিতেছে।
২। শীঘ্রগামী অশ্বের ন্যায় এই যজ্ঞে গমন করুন। তোমরা একমনে ঘৃতক্ষরণকারিণী স্রুক উত্তোলন কর। অধ্বরের জন্য সাধুবর্হি বিস্তীর্ণ কর। হে অগ্নি! তোমার দেবাভিলাষী কিরণসমূহ উৰ্দ্ধমুখ হইয়া বাস করুন।
৩। বিশেষরূপে প্রতিপালনীয় পুত্রগণ মাতার ক্ৰোড়ে যেরূপ উপবেশন করে, সেইরূপ দেবগণ যজ্ঞের উন্নত প্রদেশে উপবেশন করুন। হে অগ্নি! জুহু তোমার যাগযোগ্য জ্বালা সম্যকরূপে সিক্ত করুক। তুমি যুদ্ধে আমাদের শত্রুগণের সহায়তা করিও না।
৪। যজনীয় দেবগণ উদকের দোহন যোগ্য ধারা বর্ষণ করতঃ পর্যাপ্তভাবে আমাদের পরিচর্যা স্বীকার করুন। হে দেবগণ! অদ্য ধনের মধ্যে যে পূজনীয় ধন আছে, তাহা আগমন করুক। তোমরা সকলেও একমন হইয়া আগমন কর।
৫। হে অগ্নি! তুমি এই প্রকারে প্রজাগণের মধ্যে আমাদিগকে ধন প্রদান কর; হে বলবান! আমরা তোমাকর্তৃক অপরিত্যক্ত হইয়া নিত্যযুক্ত ধনের সহিত মত্ত ও অহিংসিত হইব। তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।