ঋগ্বেদ ০৭।০৪২
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৪২
বিশ্বদেবগণ দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। স্তোতা অঙ্গিরাগণ সৰ্ব্বত্র ব্যাপ্ত হউন। পর্জন্য আমাদের স্তোত্র বিশেষরূপে ইচ্ছা করুন। প্ৰীতিদায়িনী নদীগণ জলসেচন করতঃ গমন করুন। আদরবিশিষ্টা পত্নী ও যজমান যজ্ঞের রূপ যোজন করুন।
২। হে অগ্নি! তোমার চিরলব্ধ পথ সুগম হউক। যে হরিৎ ও রোহিৎগণ যজ্ঞগৃহে তোমার ন্যায় বীরকে বহন করতঃ শোভা পায়, তাহাদিগকে রথে যোজনা কর। আমি উপবিষ্ট হইয়া দেবগণকে আহ্বান করিতেছি।
৩। হে দেবগণ! নমস্কারযুক্ত এই স্তোতাগণ তোমাদের যজ্ঞ সম্যকরূপে পূজা করে। আমাদের সমীপস্থিত স্তুতিশীল হোতা সর্বাপেক্ষা উত্তম। হে যজমান! তুমি দেবগণকে সুন্দররূপে যজ্ঞ কর। হে বহুতেজস্বিন! তুমি
যজ্ঞার্থ ভূমিকে আবৰ্ত্তিত কর।
৪। সকলের অতিথি অগ্নি, যখন বীর ধনবানের গৃহে সুখে শায়িত দৃষ্ট হয়েন, যখন অগ্নি গৃহে সুনিহিত হইয়া প্রীত হয়েন, তখন তিনি নিকটগামী প্রজাকে বরণীয় ধন দান করেন।
৫। অগ্নি আমাদের এই যজ্ঞ সেবা কর। ইন্দ্র ও মরুৎগণের মধ্যে আমাদিগকে যশোযুক্ত কর। রাত্রি ও ঊষাকালে বর্হিতে উপবেশন কর। যজ্ঞাভিলাষী মিত্র ও বরুণকে এই যজ্ঞে পূজা কর।
৬। বসিষ্ঠ ধনাভিলাষী হইয়া এই প্রকারে বলের পুত্র অগ্নিকে বহুরূপবিশিষ্ট ধনলাভার্থ স্তুতি করিয়াছিলেন। অগ্নি আমাদিগকে অন্ন, বল ও ধন প্রদান করুন। তোমরা সৰ্ব্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।