ঋগ্বেদ ০৭।০৩১
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৩১
ইন্দ্র দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। হে সখাগণ! তোমরা সোমপায়ী হৰ্য্যাশ্ব ইন্দ্রের উদ্দেশে মদকর স্তোত্র গান কর।
২। শোভন দানযুক্ত সত্যধন ইন্দ্রের উদ্দেশে অন্য স্তোতা যেরূপ দীপ্ত স্তোত্র পাঠ করে, তোমরা সেইরূপ কর। আমরাও করিব।
৩। হে ইন্দ্র! তুমি আমাদের অন্নকাম হও, হে শতক্রতো! তুমি আমাদের গোকাম হও, হে বাসপ্রদ! তুমি হিরণ্যপ্রদ হও।
৪। হে অভীষ্টবর্ষী ইন্দ্র! আমরা তোমার কামনা করিয়া বিশেষরূপে স্তুতি করিতেছি। হে বাসপ্রদ ইন্দ্র! তুমি শীঘ্র আমাদের স্তুতি অবধারণ কর।
৫। হে আৰ্য্য ইন্দ্র! যে পুরুষ বাক্য বলে, যে নিন্দা করে, যে দান করে না, আমাদিগকে তাহার বশীভূত করিও না। আমার স্তোত্র তোমাতেই গমন করুক।
৬। হে বৃত্রহন! তুমি আমাদের বর্ম; তুমি সৰ্ব্বতঃ প্রথিত সন্মুখ যুদ্ধকারী। তোমাকে সহায় পাইয়া শত্রুদিগকে হনন করিব।
৭। অন্নবিশিষ্ট দ্যাবাপৃথিবী যে ইন্দ্রের বল স্বীকার করেন, সেই তুমি ইন্দ্র মহান হইয়াছ।
৮। হে ইন্দ্র! তোমার সহগামিনী তেজোযুক্তা ও স্তোতৃবিশিষ্টা স্তুতি তোমাকে সর্বতোভাবে গ্রহণ করুক।
৯। হে ইন্দ্র! তুমি স্বৰ্গসমীপে স্থিত ও দর্শনীয়। আমাদের সোম সকল তোমার উদ্দেশে উন্মুখ হইয়া আছে। প্রজা সকল তোমাকে নমস্কার করিতেছে।
১০। তোমরা মহাধন বর্ধয়িতা, মহান ইন্দ্রের উদ্দেশে সোম প্রণয়ন কর। প্রকৃষ্টমতির উদ্দেশে প্রকৃষ্ট স্তুতি কর। প্রজাগণের কামপূরক, যাহার হব্যদ্বারা তোমায় পূর্ণ করে, তাহাদের অভিমুখে আগমন কর।
১১। যে ইন্দ্র প্রভূত ব্যাপ্তিবিশিষ্ট ও মহান, তাঁহার উদ্দেশে মেধাবিগণ স্তুতি ও হব্য উৎপাদন করিতেছেন। প্ৰাজ্ঞ লোকে তাঁহার ব্রত হিংসা করিতে পারে না।
১২। সর্বজগতের ঈশ্বর ও অপ্রতিহত ক্রোধ ইন্দ্রের স্তুতি সকল শত্রুদিগের অভিভব সাধন করে। অতএব ইন্দ্রের স্তুতির জন্য বন্ধুগণকে উৎসাহিত কর।