ঋগ্বেদ ০৭।০৩০
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৩০
ইন্দ্র দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। হে বলবান, দ্যুতিমান ইন্দ্র! বলের সহিত আমাদের নিকট আগমন কর। আমাদিগের ধনের বর্দ্ধয়িতা হও। হে সুবজ্র নৃপতি! মহাবলবান হও এবং শত্রুবিনাশক মহা পুরুষত্ব লাভ কর।
২। হে ইন্দ্র! তুমি আহ্বানযোগ্য। মহা কোলাহল সময়ে শরীর রক্ষার জন্য এবং সূর্য্যকে পাইবার জন্য লোকে তোমাকে আহ্বান করে। সমস্ত লোকের মধ্যে তুমিই সেনার্হ। তুমি সুহন্তু নামক বজ্রদ্বারা শত্ৰুগণকে আমাদের বশীভূত কর।
৩। হে ইন্দ্র! যখন দিন সকল সুদিন হইয়া প্রভাত হয়; যখন যুদ্ধে সমীপবৰ্ত্তী বলিয়া আপনাকে জ্ঞান কর, তখন হোতা, অগ্নি আমাদিগকে উত্তম ধন দিবার জন্য দেবগণকে আহ্বান করতঃ এই যজ্ঞে উপবেশন করেন।
৪। হে ইন্দ্র! আমরা তোমার; যাহারা তোমাকে পূজনীয় হব্য দান করতঃ স্তুতি করে, তাহারাও তোমার। সেই স্তোতাগণকে শ্ৰেষ্ঠ গৃহ দান কর। আরও তাহারা সুসমৃদ্ধ হইয়া জরা প্ৰাপ্ত হউক।
৫। যে ইন্দ্র! আমাদিগকে সমারাধনীয় মহাধন দান করিয়াছেন ও যিনি স্তুতিকারীর স্তোত্রকাৰ্য্য রক্ষা করেন, সেই ইন্দ্রকে স্তুতি করিব। তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।