ঋগ্বেদ ০৭।০২৯
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০২৯
ইন্দ্র দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। হে ইন্দ্র! তোমার উদ্দেশে এই সোম অভিযুত হইয়াছে। হে হরিবান ইন্দ্র! উহার সেবার্থ সত্বর আগমন কর। সম্যক অভিযুত চারু সোম পান কর। হে মেঘবন! আমরা যাচ্ঞা করিতেছি,আমাদিগকে ধন দান কর।
২। হে ব্রহ্মবীর ইন্দ্র! স্তোত্রকার্য্য সেবা করতঃ অশ্বযানে শীঘ্র আমাদের অভিমুখে আগমন কর। এই যজ্ঞেই সম্যকরূপে হৃষ্ট হও। আমাদিগের এই স্তোত্র সকল শ্রবণ কর।
৩। হে ইন্দ্র! সূক্তদ্বারা তোমার অলঙ্কৃতি কিরূপে সম্পাদন করিব? আমরা কখন তোমার প্রীতি উৎপাদন করিব? তোমাকে কামনা করিয়াই সমস্ত স্তুতি করিতেছি; অতওব হে ইন্দ্র! আমার এই স্তুতি শ্রবণ কর।
৪। হে মঘবন! যে সকল ঋষির স্তুতি শ্রবণ করিয়াছ, সেই পূৰ্ব্ব ঋষিগণ পুরুষগণের হিতকারী ছিলেন। অতএব আমি তোমায় বারংবার আহ্বান করিতেছি। হে ইন্দ্র! তুমি পিতার ন্যায় আমাদের বন্ধু।
৫। যে ইন্দ্র আমাদিগকে সমারাধনীয় মহাধন দান করিয়াছেন ও যিনি স্তুতিকারীর স্তোত্রকার্য্য রক্ষা করেন, সেই ধনবান ইন্দ্রকে স্তুতি করিব। তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।